উঠতি অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের মাদক নিয়ে চ‍্যাট, অনন‍্যা পাণ্ডের সঙ্গে শাহরুখের মন্নতেও হানা দিল NCB

বাংলাহান্ট ডেস্ক: আরিয়ান (aryan khan) কাণ্ডে বড়সড় মোড়। আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করে আসার পরেই খাস শাহরুখ খানের (shahrukh khan) মন্নতে এসে হাজির হল নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর আধিকারিকরা। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্রও দেখা গিয়েছে। শাহরুখের বাসভবনে তল্লাশি চালাতেই তাঁরা এসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর মিলেছে, বৃহস্পতিবার বেলা নাগাদ NCB র আধিকারিকদের একটি দল এসে উপস্থিত হয় মন্নতে। মূল ফটকের সামনে ক‍্যামেরাবন্দি হন তাঁরা। ফটকের দ্বাররক্ষীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় তাঁদের। আরিয়ানের গ্রেফতারির পর এই প্রথম NCB র দল এল মন্নতে তল্লাশি করতে।

srk aryan khan
অপরদিকে আরো একটি চাঞ্চল‍্যকর খবর মিলেছে। শাহরুখের মন্নতে তল্লাশি চালানোর আগে চাঙ্কি পাণ্ডে কন‍্যা অভিনেত্রী অনন‍্যা পাণ্ডের বাড়িতেও বাড়িতেও হানা দিতে দেখা গিয়েছিল NCB র একটি দলকে। বুধবার সকালেই খবর মিলেছিল আরিয়ানের বিরুদ্ধে বড় তথ‍্য প্রমাণ আদালতে জমা দিয়েছে NCB যার জেরে ফের খারিজ হয়ে যেতে পারে তারকা পুত্রের জামিন। বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে নাকি মাদক নিয়ে কথাবার্তা হয়েছিল আরিয়ানের, তাঁর হোয়াটসঅ্যাপ চ‍্যাট ঘেঁটে এমনি তথ‍্য পেয়েছে NCB।

ক্রুজ পার্টিতে হানা দেওয়ার কিছুক্ষণ আগেই নাকি মাদক নিয়ে এই কথাবার্তা চালিয়েছিলেন আরিয়ান। এছাড়াও মাদক সরবরাহকারীর সঙ্গেও হোয়াটসঅ্যাপে আরিয়ানের কথোপকথনের তথ‍্য প্রমাণও আদালতে জমা দিয়েছে NCB।

1634791935 srk
বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ আর্থার রোড জেলে এসে পৌঁছান কিং খান। কালো কাঁচ ঢাকা একটি ছোট গাড়িতে করে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল না কোনো কনভয়। আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ‍্যে দেখা গেল শাহরুখকে। এতদিন এ বিষয়ে টুঁ শব্দটিও করেননি তিনি।

https://www.instagram.com/tv/CVSAbIODjNR/?utm_medium=copy_link

ছেলের সঙ্গে যা কথা হওয়ার সবটাই ভিডিও কল মারফতই হয়েছিল। তাই এই সাক্ষাৎটাও গোপনই রাখতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু তাঁর আসার খবর পেয়েই আগে থেকে অপেক্ষারত সাংবাদিকরা ঘিরে ধরে কিং খানকে।

তবে কড়া নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে তখন একটা মাছিরও সাধ‍্য নেই শাহরুখের কাছে পৌঁছানো। একেবারে সাধারন পোশাকে মুখ মাস্কে এবং চোখ সানগ্লাসে ঢেকে জেলের ফটকের ভেতরে ঢুকে যান শাহরুখ। পেছন পেছন আইনজীবীদের একটি দলও। মোট ১৫ মিনিট জেলের মধ‍্যে ছিলেন অভিনেতা। যেমন ভাবে এসেছিলেন তেমন ভাবেই মুখে কুলুপ এঁটে গাড়িতে উঠে ফেরতও চলে যান শাহরুখ। সঙ্গে যায় আইনজীবীদের দলটাও।

Niranjana Nag

সম্পর্কিত খবর