বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগেও দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীপিকা পাডুকোন (deepika padukone)। সুশান্ত সিং রাজপুতের আচমকা মৃত্যুর পর বলিউডে মাদক চক্রের বাড়াবাড়ি নিয়ে ফাঁপড়ে পড়েছিলেন তারকারা। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর শ্যেণ দৃষ্টিতে উঠে আসেন দীপিকা, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের মতো হেভিওয়েট তারকারা।
মাদক সেবনের অভিযোগে NCB র জেরার সম্মুখীনও হতে হয়েছিল দীপ্পিকে। নজরে এসেছিল তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট। তবে শেষমেষ জোর বাঁচা বেঁচে যান অভিনেত্রী। রিয়া চক্রবর্তীর মতো মাদক কাণ্ডে জেলের ঘানি টানতে হয়নি তাঁকে। এখন বছর ঘুরেছে। বদলেছে দীপিকার ভাগ্যও। দুঃসময় কাটিয়ে সুসময় ফিরেছে তাঁর। কিন্তু ট্রোল থেকে এখনো রেহাই মেলেনি দীপিকার।
সম্প্রতি দীপিকার একটি ভিডিও শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সাদা বেলুন হাতা টপ ও খয়েরি রঙা লেদার প্যান্ট পরে দেখা মিলল দীপিকার। সঙ্গে কালো পেনসিল হিল বুটস ও একই রঙা হ্যান্ডব্যাগে এয়াপোর্ট লুক সম্পূর্ণ করেন অভিনেত্রী।
https://www.instagram.com/reel/CVOixiGIc3o/?utm_medium=copy_link
নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রভূত প্রশংসা কুড়ান দীপিকা। তবে এই ভিডিওতেও নেটিজেনদের একাংশ ট্রোল করতে ছাড়েনি অভিনেত্রীকে। এক বছর আগে মাদক কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে তাঁরা ‘নেশাখোর’, ‘নশেড়ি’ তকমা সেঁটে দেয়। এমনকি একজন সরাসরি প্রশ্নও করে বসেন, ‘মাল আছে নাকি?’ তবে ট্রোলের থেকে প্রশংসাই বেশি পেয়েছেন দীপিকা। অনেকেই লিখেছেন, বলিউডের ‘ক্লাসি’ অভিনেত্রীদের মধ্যে দীপিকা অন্যতম।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটিং সেরেছেন দীপিকা। এছাড়া আগামীতে শাহরুখের ‘পাঠান’, হৃতিক রোশনের ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ৮৩ ছবিতে অফস্ক্রিন স্বামী রণবীর সিংয়ের সঙ্গে অনস্ক্রিনেও এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি।