বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছুদিন পর ফের সংবাদ শিরোনামে উঠে এলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। রাজনৈতিক মহলে বেফাঁস মন্তব্য, কুকথা বলার জন্য প্রথম থেকেই ফেমাস ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। মাঝে কিছুদিন শান্ত থাকার পর, ফের কুকথা বলে বসলেন অনুব্রত মণ্ডল।
সম্প্রতি শেষ হয়েছে বাঙালীর প্রাণের উৎসব দুর্গা পুজো। দিকে দিকে চলছে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। সেই মর্মেই শুক্রবার লাভপুরের ফুল্লরা সিনেমাহলে লাভপুর ব্লক তৃণমূলের (TMC) বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেইসঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, তরুণ চক্রবর্তী, মান্নান হোসেন-সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতর নেতা এবং সদস্যরা।
এই অনুষ্ঠান থেকেই বিজেপকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে হুঁশিয়ারিও দিলেন গেরুয়া শিবিরকে। বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করে পালাবদলের কটাক্ষ করায় জবাবে অনুব্রত মণ্ডল বলেন, ‘বোকা, বোকা না হলে বলে পালাবদল হবে। সব বিজেপির যাই যাই অবস্থা, তারপরও এই কথা! বুদ্ধির অভাব’।
তিনি আরও বলেন, ‘প্রথমে দিলীপ ঘোষ পাগলামি করছিল, আর সেটা ইচ্ছে করেই করছিল। পদ ছাড়ার জন্য এমনটা করছিল। উনি যাওয়ার পর যে এসেছে, সে আবার বড় পাগল। এর কথাতে যে বিশ্বাস করবে, এর বুদ্ধি যে শুনবে, তাঁর অকালে মৃত্যু আছে। এতো খালে ফেলে দেওয়ার লোক’।
তৃণমূলকে মারার হুমকির বিপরীতে পাল্টা জবাব দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘মারতে গেলে তো হাতের দরকার হয়, হাতের কবজিটাই যদি ভেঙে যায়! দেখা যাবে। সময় আসুক, ময়দানে থেকে করুন, ভালো লাগবে’।