পাকিস্তানের সঙ্গে হারের পর টিম ইন্ডিয়ার আগামী রণনীতি কী জানালেন বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের এবারের বিশ্বকাপ সফর শুরু হয়েছে এক বড় অঘটন দিয়ে, হয়তো কেউই কল্পনা করতে পারেননি দ্বিতীয়বার এভাবে ভারত বিজয় করবেন বাবর, তবে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অপরাজিত থাকার এতদিনের ইতিহাস কাল ভেঙে গিয়েছে অচিরেই। যদিও এখনও ভারতের জন্য ট্রফি জয়ের স্বপ্ন পূরণের বিপুল সুযোগ রয়েছে। তবে তার জন্য এখন থেকেই ঠিক করে নিতে হবে রণনীতি। গতকাল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও সেই নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি।

পাকিস্তান ম্যাচের পর কার্যত একসপ্তাহের লম্বা ছুটি রয়েছে বিরাট বাহিনীর, আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে তারা। এই ছুটিতে নতুন করে রণনীতি সাজিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ থাকবে ভারতের সামনে অন্তত এমনটাই মনে করছেন বিরাটরাজ। এদিন প্রেস কনফারেন্সে তিনি বলেন, “প্রতিটি দৃষ্টিকোণ থেকেই এটা আমাদের জন্য ভালো হবে। আমরা একটি আইপিএল এবং তারপর বিশ্বকাপ খেলতে আসছি। এত বড় বিরতি ফিটনেস স্তর বজায় রাখতে সাহায্য করে, কারণ এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে একজনকে তার সেরাটা দিতে হবে।”

তিনি এও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ভীষণই প্রতিযোগিতা মূলক একটি টুর্নামেন্ট। এই বিরতি আমাদের নতুন করে ফিরে আসতে সাহায্য করবে। আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসব এবং নতুন করে কৌশল বাস্তবায়ন করব। দল নির্বাচনের কোনও সমস্যা সম্পর্কে মুখ না খুললেও এদিন তিনি মেনে নিয়েছেন ব্যাটিং এবং বোলিং সবক্ষেত্রেই পাকিস্তানের কাছে পর্যুদস্ত হয়েছে ভারত। সাথে সাথেই তিনি বলেন, “আমরা জানি আমরা কোথায় ভুল করেছি। এই বিষয়ে ছবিটা আমাদের কাছে পরিষ্কার এবং এটা একটি ভাল বিষয়। আমরা এই বিষয়ে কঠোর পরিশ্রম করব এবং আরও ভাল করব কারণ এখনও অনেক ম্যাচ খেলতে হবে।”

IMG 20211025 123815

নিউজিল্যান্ড ম্যাচেই কার্যত নিজেদের বড় ভাবে প্রমাণ করতে হবে ভারতকে। এই ম্যাচে ফিরে আসতে না পারলে পরবর্তী ক্ষেত্রে শেষ চারে যাওয়া নিয়ে সমস্যায় পড়বে বিরাট বাহিনী। একথা ঠিক যে পাকিস্তানের কাছে এই লজ্জাজনক হার একটি বড় ধাক্কা, তবে এখনও ফিরে আসার যথেষ্ট সুযোগ রয়েছে কোহলি বাহিনীর সামনে। বিশেষত নিউজিল্যান্ড ম্যাচে যদি বড় জয় পায় ভারত, তাহলেই এই চরম আঘাতে অনেকটা প্রলেপ লাগাতে পারবে তারা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর