ছবির কাহিনি ব্রিটিশ-বিদ্বেষী, অদ্ভূত যুক্তি দেখিয়ে অস্কারের দৌড় থেকে বাদ দেওয়া হল ‘সর্দার উধম’কে

বাংলাহান্ট ডেস্ক: অস্কারের দৌড়ে ছিটকে গেল ভিকি কৌশল (vicky kaushal) অভিনীত ‘সর্দার উধম’ (sardar udham)। এই ছবির বিষয়বস্তু ব্রিটিশ বিরোধী, এমন কারণ দেখিয়েই বাদ দেওয়া হল পরিচালক সুজিত সরকারের এই ছবিটিকে। শেষমেষ তামিল ছবি ‘কুঝাঙ্গাল’ই অস্কারের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে।

গোটা দেশের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মোট ১৪ টি ছবি মনোনীত হয়েছিল প্রাথমিক স্তরে। তাদের মধ‍্যে থেকেও আবার হয়েছে ঝাড়াই বাছাই। কলকাতারই একটি সিনেমা হলে সম্পন্ন হয়েছে বাছাই পর্ব। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভিকি কৌশলের সর্দার উধম এবং বিদ‍্যা বালানের শেরনি ছবি দুটি মনোনীত হয়েছিল বাছাই পর্বের জন‍্য।

sardar udham
পুরো তালিকার মধ‍্যেই এগিয়ে ছিল সদ‍্য মুক্তিপ্রাপ্ত সর্দার উধম। মাত্র কিছুদিনের মধ‍্যেই অত‍্যন্ত ভাল সাড়া পেয়েছে ছবিটি। নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত‍্যাকাণ্ডের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ছবিটি। সিনেম‍্যাটোগ্রাফি এবং ভিকি কৌশলের অভিনয় দুটোই প্রভূত প্রশংসিত হয়েছে দর্শক মহলে এবং ফিল্ম সমালোচকদের মধ‍্যে। তাই এই ছবি নিয়ে স্বাভাবিক ভাবেই আশা জেগেছিল।

কিন্তু এত ভাল ছবি কেন কেন ছিটকে গেল অস্কারের দৌড় থেকে? সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সর্দার উধমের চিত্রনাট‍্য নাকি ব্রিটিশ বিরোধী। এমনটাই দাবি করে পরিচালক তথা জুরি সদস‍্য ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, সর্দার উধম ছবিতে ব্রিটিশদের প্রতি বিদ্বেষ দেখানো হয়েছে। এই বিশ্বায়নের যুগে সেটা কাম‍্য নয়। তাছাড়া ছবিটির চিত্রায়নের সময়ও খুবই দীর্ঘ। তবে সিনেম‍্যাটোগ্রাফির প্রশংসা করেছেন তিনি।

আরেক বিচারক সুমিত বসুও বলেন, সর্দার উধম ছবিটি অনেকটাই দীর্ঘ। ক্লাইম‍্যাক্স এতটাই দেরিতে যে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলবে বলে মত তাঁর। কিন্তু বিচারকদের সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শকরা। এমনকি ছবিটি বাদ দেওয়া নিয়ে বিচারকদের যুক্তি শুনেও কটাক্ষ শানিয়েছেন তারা। তাদের বক্তব‍্য, সর্দার উধম বাস্তব কাহিনিটাকে তুলে ধরেছে। ব্রিটিশরা সত‍্যিই ঘৃণা করত ভারতীয়দের। স্বাধীনতা সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরেছে সর্দার উধম।

Niranjana Nag

সম্পর্কিত খবর