নভেম্বরেই বাজবে বিয়ের সানাই, বাঙালি ফ‍্যাশন ডিজাইনারের সঙ্গে লেহেঙ্গা বাছাই শুরু ভিকি-ক‍্যাটরিনার!

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষেই বিয়ের মরশুম বলিপাড়ায়। সাত জন্মের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। হ‍্যাঁ, অনেক ঢাকঢাক গুড়গুড় শেষে সম্প্রতি এমনি দাবি করা হচ্ছে সংবাদ মাধ‍্যম সূত্রে। এবার ভিকি ক‍্যাটরিনা মুখ খুললেই সিলমোহর পড়ে গুঞ্জনে।

চলতি বছরেরই নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি ক‍্যাটরিনা, বলিপাড়ার অন্দরেও শোনা যাচ্ছে এমনি ফিসফাস। আপাতত নাকি চলছে সেই অনুষ্ঠানেরই তোড়জোড়। বিয়েতে জনপ্রিয় বাঙালি ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির লেহেঙ্গাতেই সাজবেন ক‍্যাট। আপাতত পোশাকের খুঁটিনাটি বাছাই পর্ব চলছে। অভিনেত্রীর নাকি একটি সিল্কের কাপড় পছন্দ হয়েছে লেহেঙ্গার জন‍্য।

Katrina Kaif Vicky Kaushal
দিন দশেক আগেই ভিকির নতুন ছবি ‘সর্দার উধম’ এর স্পেশ‍্যাল স্ক্রিনিংয়ে এসেছিলেন ক‍্যাটরিনা। সোশ‍্যাল মিডিয়ায় চর্চিত প্রেমিকের ভূয়সী প্রশংসা করে পোস্টও করেছিলেন তিনি। সেদিন মাস খানেক আগে বাগদানের গুজব নিয়ে প্রশ্ন উঠতেই মজা করে সংবাদ মাধ‍্যমকে ভিকি বলেন, তাদেরই এক বন্ধু এই গুজব রটিয়েছিলেন। ভিকির কথায়, “সঠিক সময় এলে তাড়াতাড়িই বাগদান পর্ব সেরে ফেলব। শুধু সঠিক সময়ের অপেক্ষা।”

অগাস্টের মাঝামাঝি ট্র‍্যাডিশনাল পোশাকে ভিকি ক‍্যাটরিনার পাশাপাশি দাঁড়ানো একটি ছবি ভাইরাল হতেই তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে বিনোদুনিয়া তথা নেটমহলে।  আচমকা এই খবরে জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন অনুরাগীরা। কিন্তু জানা যায় এ খবর আদৌ সত‍্য নয়।

893326 katrina vicky
কোনো বাগদানই হয়নি ভিকি ক‍্যাটরিনার। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে একটি পুরনো ছবি। কোনো এক বছরে দিওয়ালির দিন একসঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন দুই তারকা। সেই ছবিই নতুন করে ভাইরাল হয়েছে। গুঞ্জন ছড়াতেই অভিনেত্রীর মুখপাত্র জানান, বাগদান হয়নি ভিকি ক‍্যাটরিনার। বরং অভিনেত্রী এখন সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’র শুটিংয়ের জন‍্য তৈরি হচ্ছেন।

এ প্রসঙ্গে পরে ভিকির ভাই সানি কৌশল জানিয়েছিলেন অভিনেতার বাবা মাও নাকি বিষয়টা নিয়ে মজা করেছেন। ছেলের সঙ্গে মশকরা করে তাঁরা মিষ্টি খেতে চান। পালটা ভিকিও মজা করে বলেন, বিয়েটা যেমন আসল তেমনি আসল মিষ্টিও খেয়ে নাও। তবে সেই বাগদানের খবরই কি সত‍্যি? উত্তেজনায় ফুটছে জুটির অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর