বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের ফলে এই মুহূর্তে টুর্নামেন্টের ভর্তি পর্যায়ে যাওয়া রাস্তা যথেষ্ট কঠিন হয়ে গেছে বিরাট বাহিনীর। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং সবেতেই মারাত্মকভাবে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া। যদিও শুরুতেই তিন উইকেট হারানোর পর বেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ভারতীয় ব্যাটিং। বিরাট কোহলির ৫৭ রানের ইনিংসের দৌলতে ১৫১ রানের লড়াকু স্কোরেও পৌঁছে ছিল তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। যার জেরে একটি উইকেট না হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ কেউই এদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি। যথেষ্ট পরিমাণে রান খরচা করেছিলেন ভুবনেশ্বর কুমারও। সাধারণভাবে ভুবি কৃপণ বোলার হিসেবেই পরিচিত। রবিবার মাত্র তিন ওভারেই ২৫ রান দিয়ে বসেন তিনি। উইকেট যে তিনিও শিকার করতে পারেননি তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
এমতাবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের একবার ভুবনেশ্বরের উপর ভরসা করলে পস্তাতে হতে পারে ভারতকে। কারণ শুধু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নয় আইপিএলেও তার পারফরম্যান্স ছিল যথেষ্ট খারাপ। ১১ ম্যাচে ৪২ ওভার বল করে মাত্র ছয় উইকেটই তুলতে পেরেছিলেন তিনি। তাই দলে তার অন্তর্ভুক্তি নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। আর তাই অনেকেই মনে করছেন ভুবনেশ্বরের বদলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার দলে আসতে পারেন শার্দুল ঠাকুর। শার্দুল শুধু যে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তাই নয়, ব্যাট হাতেও ভুবনেশ্বরের থেকে তিনি বেশি ভরসাযোগ্য।
এছাড়া তার উইকেট শিকার করার ক্ষমতাও তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভুবনেশ্বরের তুলনায় অনেকটাই এগিয়ে রাখবে। এর বাইরেও আরও কয়েকটি পরিবর্তন আশা করছেন অনেকেই। যেমন হার্দিক পান্ডিয়ার বদলে ঈশান কিশানের দলে অন্তর্ভুক্তি এবং বরুণ চক্রবর্তীর বদলে রবীচন্দ্রন অশ্বিনকে সুযোগ দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। যদিও প্রথম একাদশ কি হবে তা জানা যাবে রবিবারই। তবে ভুবনেশ্বরের পারফরম্যান্স নিশ্চয়ই বড় মাথাব্যথার কারণ হবে কোহলির।