বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (rajinikanth)। বৃহস্পতিবার চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, সেখানে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন রজনীকান্ত। তারপরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে অভিনেতার পরিবারবর্গের তরফে।
রজনীকান্তের এক ঘনিষ্ঠ আত্মীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতা ভাল আছেন। আপাতত হাসপাতালে বিশ্রাম করছেন তিনি। আগামী ছবি ‘আন্নাথে’র মুক্তির আগেই সম্ভবত তাঁকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর রুটিন চেকআপ হয় রজনীকান্তের। সেই সূত্রেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্ভবত চারদিন সেখানেই থাকবেন তিনি। নানান পরীক্ষা নিরীক্ষার পরেই ছাড়া হবে তাঁকে।
গত বছর ডিসেম্বরেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রজনীকান্তকে। হায়দ্রাবাদে একটি ছবির শুটিং করছিলেন তিনি। সেটে কয়েকজন করোনা আক্রান্ত হন। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে অভিনেতার। তখন থেকেই নিজেকে আইসোলেট করে রেখেছিলেন তিনি। তবে করোনা উপসর্গ না থাকলেও ‘রজনীকান্তের রক্তচাপের গুরুতর ওঠানামা দেখা যায়। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
দিন কয়েক আগেই নয়া দিল্লি এসেছিলেন রজনীকান্ত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অনবদ্য কৃতিত্বের জন্য দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে। উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নেন রজনীকান্ত। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
আগামী ৪ ঠা নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাথে’। বৃহস্পতিবারই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। রজনীকান্তের বিপরীতে ছবিতে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।