বাংলাহান্ট ডেস্কঃ ৩১ শে অক্টোবর অর্থাৎ রবিবার থেকেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন (local train)। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে ট্রেনে তো ওঠেন কিন্তু টিকিট নিয়ে কিছু বিশেষ বিষয় কি জানা আছে আপনার?
আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা রোজ যাতায়াত করার জন্য মান্থলি বা এক মাস বা তিন মাসের ‘সিজন টিকিট’ কেটে নেন। আবার অনেকেই আছেন যারা মাঝে মধ্যে ট্রেনে চড়েন, সেক্ষেত্রে তাঁরা তাঁদের প্রয়োজন মত টিকিট কেটে নেনে। তবে কি জানেন শুক্রে টিকিট কেটে, সেই টিকিটে সোম অবধি চড়তে পারবেন?
জেনে নিন টিকিট সম্পর্কিত কিছু অজানা বিষয়-
অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে দিনের দিনই যেকোন দূরত্বের জন্য টিকিট কাটা যায়।
সফরের কমপক্ষে ২০০ কিলোমিটার হলে, সফরের তিন দিন আগেও অসংরক্ষিত টিকিট কেটে রাখতে পারেন।
টিকিট কাটা হয়ে গেলে, অবশ্যই তার ১ ঘণ্টার মধ্যে সফর করতে হবে, নাহলে জরিমানা দিতে হতে পারে।
টিকিট কাটার তিন ঘণ্টার মধ্যে অসংরক্ষিত টিকিট বাতিল করতে পারবেন। তবে আগাম টিকিটের ক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে এটা করা গেলেও, কিছুটা অর্থ বাদ যায়।
রোজকার যাত্রীরা মাসিক, ত্রৈমাসিকের মতই, চাইলে ছয়মাস বা এক বছরের টিকিটও একসঙ্গে কেটে নিতে পারেন।
রিটার্ন টিকিটের ক্ষেত্রে যে দিন কাটা হচ্ছে, তারপর দিন রাত ১২টা পর্যন্ত ফেরার অনুমতি থাকে। তবে যদি কোন ব্যক্তি শুক্রবার রিটার্ন টিকিট কাটেন, সেক্ষেত্রে ওই টিকিট সোমবার মধ্যরাত পর্যন্ত বৈধ থাকে। কারণে এক্ষেত্রে শনি-রবি ছুটির দিন হিসেবে ধরা হয়।
তবে আপনি যদি ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন, তাহলে তা আর বাতিল করা সম্ভব হয় না।