বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হারের ফলে এই মুহূর্তে শেষ চারে যাওয়ার আসা প্রায় শেষ হয়ে গিয়েছে বিরাট বাহিনীর। পরপর দুই ম্যাচেই লাগাতার ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিং। পাকিস্তান ম্যাচের পর সকলেরই আশা ছিল হয়তো বা ঘুরে দাঁড়াবে ভারতীয় দল। কিন্তু রবিবার ভারতের রথী-মহারথীরা একেবারেই লড়াই দিতে পারেননি। বরং ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন রোহিত-কোহলি, রাহুলরা। যার জেরে মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল বাকি থাকতেই ২ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
এই লজ্জাজনক হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিরাট বাহিনীর দল নির্বাচন নিয়ে। দলে অশ্বিনের মত একজন অভিজ্ঞ অফস্পিনার থাকা সত্বেও বারবার কেন তাকে উপেক্ষা করে যাচ্ছে ভারতীয় শিবির তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। কারণ পাকিস্তান ম্যাচের চূড়ান্ত ব্যর্থ হবার পর নিউজিল্যান্ড ম্যাচেও একটি উইকেট সংগ্রহ করতে পারেননি বরুণ চক্রবর্তী। দুই ম্যাচেই তার পারফরম্যান্স হতশ্রী। অথচ প্রস্তুতি ম্যাচ গুলিতে অত্যন্ত ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুধু যে কৃপণ বোলিং তাই নয় উইকেটও শিকার করেছিলেন তিনি। এবার তাকে এইভাবে বাইরে বসিয়ে রাখা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অন্যতম ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ।
ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বুমরাহ বলেন, “রবিচন্দ্রন অশ্বিন একজন অভিজ্ঞ বোলার এবং তিনি যখনই দলে থাকেন, তখনই তিনি বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেন। কিন্তু, যেমনটা আমি বলেছিলাম, এটা খুবই কঠিন ছিল, কারণ দ্বিতীয় ইনিংসে শিশির পড়ছিল এবং যখন বল গ্রিপ করা যায় না, তখন খুব কম বিকল্পই বাকি থাকে। আপনি বলতে পারেন যে তিনি ম্যাচে পার্থক্য তৈরি করতে পারতেন, তবে এই সময়ে বিচার করা খুব কঠিন।”
শুধু যে অশ্বিন দলের বাইরে রয়েছেন তাই নয়, বাইরে বসিয়ে রাখা হয়েছে যুজবেন্দ্র চাহালের জায়গায় দলে নেওয়া রহুল চাহারকেও, অথচ মাঠে যে ভারতের স্পিন শক্তিকে বেশ দুর্বল দেখিয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই। এখন আগামী ম্যাচগুলোতে অশ্বিন সুযোগ পান কিনা সে দিকেই নজর থাকবে সকলের। যদিও বিশ্বকাপ ফাইনালের পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে বিরাট বাহিনীর জন্য।