বাংলাহান্ট ডেস্কঃ দীপাবলিতে দেশবাসীর জন্য এক বড় সুখবর দিয়েছে কেন্দ্র সরকার। গতকালই ঘোষণা করেছে পেট্রোল ডিজেলের উপর কিছুটা ছাড় দেওয়া হচ্ছে শুল্ক। যার ফলে আজ থেকেই পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে দাম কমে গিয়েছে।
আর কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার পর বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যগুলোও পেট্রোল ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে বাংলার সরকার।
কেন্দ্র সরকার এই ছাড় ঘোষণা করার পরই পেট্রোপণ্যের উপরে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করে অসম, গোয়া, কর্নাটক ও ত্রিপুরার সরকার। কর ছাড় দেয় বিহার সরকারও। আবার ১২ টাকা করে দাম কমিয়ে দেয় উত্তরপ্রদেশ সরকারও।
কিন্তু সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেনি কেরালার সরকার। তাঁদের দাবি, এর ফলে সরকারের ঋণের বোঝা আরও বেড়ে যাবে। ইতিপূর্বেই করোনা আবহ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। তারউপর জ্বালানি তেলের দামে ছাড় দিলে, আরও চাপ বাড়বে রাজ্য সরকারের উপর।
তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক।
কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম।
বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়।
বাংলা বকেয়াই পায় না।
লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক।
আগে মূল দাম কমানো হোক।— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2021
তবে এবার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত গ্রহণকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে লেখেন, ‘তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।’