জন্মদিনে বিরাটকে বড় উপহার দিতে পারেন এই খেলোয়াড়, হয়ে উঠতে পারেন ভারতের তুরুপের তাস

বাংলা হান্ট ডেস্কঃ এবারের জন্মদিনটা এখনও ততখানি মনে রাখার মতো হয়নি বিরাট কোহলির। কারণ বিশ্বকাপে এই মুহূর্তে প্রায় ছিটকে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে ভারতীয় দল। যদিও গত ম্যাচে ৬৬ রানের বিশাল জয়ের পর কিছুটা স্বস্তি মিলেছে, তবে এখন স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধেও বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে ভারতকে। একমাত্র তাহলেই সেমিফাইনালে যাওয়ার কিছুটা ক্ষীণ আশা বজায় থাকবে মেন ইন ব্লুর।

এই পরিস্থিতিতে আজ বিরাটকে জন্মদিনের বড় উপহার দিতে পারেন রোহিত শর্মা। প্রথম দুই বড় ম্যাচে সেভাবে রান না পেলেও সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে পর্বে ফিরেছেন রোহিত। বুধবার মাত্র ৪৭ বলে ৭৪ রানের যে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, বিরাট বাহিনীর জন্য বড় জয় তুলে নিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর তাই কোহলি অবশ্যই চাইবেন আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে একই রকম জ্বলে উঠুন হিটম্যান।

জানিয়ে রাখি, সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে নামিবিয়া এবং স্কটল্যান্ডকে অন্তত ১২০ রানের বেশি ব্যবধানে হারাতে হবে ভারতীয় দলকে। তার জন্য টপ অর্ডারে বড় পার্টনারশিপ একান্ত জরুরী। ওপেনিং জুটিতেই ভারতকে ভালো শুরুয়াত দিতে পারেন রাহুল এবং রোহিত। তাই আজ তাদের ওপর অনেকখানি নির্ভর করে থাকবে ভারতীয় দল।

virat rohit

যদিও গত ম্যাচে ভালো ফর্মে ছিল ভারতের মিডল অর্ডারও। একদিকে যেমন রান পেয়েছিলেন পান্থ, তেমনি অন্যদিকে রানে ফিরেছেন হার্দিকও। যা আজকের ম্যাচে বড় সুখবর বয়ে আনতে পারে কোহলি বাহিনীর জন্য। তবে উপর থেকে বড় পার্টনারশিপ গড়ে না উঠলে বড় স্কোর খাড়া করা যথেষ্ট মুশকিল হবে ভারতের পক্ষে। তার ওপর স্কটল্যান্ডও যে সময় সময় ভয়ানক হয়ে উঠতে পারে তার নিদর্শন দেখা গিয়েছিল নিউজিল্যান্ড ম্যাচেই। শেষরক্ষা না হলেও শুরুতে নিউজিল্যান্ডকে যথেষ্ট বিপদে ফেলে দিয়েছিল তারা। তাই আজও ফের একবার ট্রাম্প কার্ড হয়ে উঠতে হবে রোহিতকে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর