পেট্রোল ডিজেলে VAT কমালো ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ‘জনদরদি’ বাংলা সহ ১৪ টি রাজ্যের ছাড় শূন্য

বাংলাহান্ট ডেস্কঃ দেশবাসীকে দীপাবলির (Diwali) বড় উপহার দিয়ে পেট্রোল ডিজেলে ভ্যাট কিছুটা ছাড় দেয় কেন্দ্র। যার ফলে পেট্রোলে (Petrol) লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের (Diesel) ক্ষেত্রে লিটার প্রতি ১০ টাকা করে কমে যায়। আর এই খুশির খবরে সামিল হয় বেশ কিছু রাজ্যও।

অর্থাৎ কেন্দ্র সরকার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর উত্তরপ্রদেশ, গোয়া, আসাম, ত্রিপুরা, বিহার সহ বেশ কিছু রাজ্যও অনুরসণ করে কেন্দ্রকে। ভ্যাট কিছুটা ছাড় দিয়ে কিছুটা করে কমায় পেট্রোল ডিজেলের দাম। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে লাদাখ, যেখানে কেন্দ্রের পর সব থেকে বেশি ছাড় দেওয়া হয়েছে পেট্রোল ডিজেলে।

1604675371 5fa5672bdccee petrol

জানা গিয়েছে, কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণার পর ওই একই পথে হেঁটেছে ২২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। যার মধ্যে নেই পশ্চিমবঙ্গ। প্রথম থেকেই এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকে নানাভাবে আক্রমণ করলেও, কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়ে এখনও কর ছাড় দেয়নি বাংলার সরকার।

হিসেব বলছে, বাংলার পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সমহত হয়নি মহারাষ্ট্র, দিল্লী, তামিলনাড়ু, মেঘালয়, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তীসগঢ়, পাঞ্জাব, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, রাজস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবরও।

আজকের দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে লিটার প্রতি পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৯৫.০৫ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৫৬ টাকা। গুজরাটে প্রতি লিটার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৯৫.৩৪ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৩৩ টাকা। অন্যদিকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। দিল্লীতে লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা।

প্রসঙ্গত, গত ৩ রা নভেম্বর কেন্দ্র সরকাররে পক্ষ থেকে জানানো হয়, দীপাবলি থেকেই শুল্কে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে। যার ফলে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে কমে যাচ্ছে। আর এই নতুন নিয়ম কার্যকর হবে ৪ ঠা লভেম্বর থেকেই। সেইসঙ্গে রাজ্য সরকারগুলোকেও কিছুটা করে কর ছাড় দেওয়ার আবেদন করে কেন্দ্র।

 

 

Smita Hari

সম্পর্কিত খবর