বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশের মহাযুদ্ধে নিজেদের প্রথম দুই ম্যাচ পরপর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ফলে এই মুহূর্তে পরবর্তী পর্বে পৌঁছানো যথেষ্ট চাপের হয়ে গিয়েছে ভারতীয় দলের পক্ষে। যদিও আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে ভাল কামব্যাক করেছে বিরাট বাহিনি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় না তুলে নিতে পারে আফগানিস্তান সেক্ষেত্রে রবিবারই পরবর্তী পর্যায়ে যাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যাবে বিরাটদের। কিন্তু যদি কোন ভাবে মাইটি ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে দিতে পারেন রশিদ খান, মহম্মদ নবীরা, তাহলে বিষয়টি এসে দাঁড়াবে নেট রানরেটে।
এই মূহূর্তে নেট রানরেটের নিরিখে আফগানিস্তান, নিউজিল্যান্ড দু দলের থেকেই এগিয়ে আছে ভারত। তাই আফগানিস্তান আবুধাবিতে একবার জিততে পারলে পরবর্তী পর্যায়ে পৌঁছানোর সুযোগ অনেকটাই বেড়ে যাবে ভারতের। আসুন জেনে নেওয়া যাক কিভাবে কষা হয় এই নেট রান রেটের অঙ্ক।
কোন দলের নেট রান রেট ঠিক কত হবে তা নির্ভর করে তাদের খেলা দুটি ইনিংসের ওপর। ব্যাটিংয়ে তারা ঠিক কত রান তুলল এবং বোলিংয়ে তার কতটা খরচ হল, তার ওপরেই নির্ভর করে তাদের নেট রান রেট কি দাঁড়াবে। ধরুন এক্ষেত্রে কোন দল ব্যাটিং করার সময় ৫.০০ রান রেটে ২০ ওভারে ১০০ রান সংগ্রহ করল এবং বোলিং করার সময় ১০ ওভারে ১০ রানরেটে ১০০ রান খরচ করল তাহলে দুই ইনিংসের রান রেটের বিয়োগ ফল অনুযায়ী তাদের নেট রান রেট দাঁড়াবে – ৫.০০।
আবার ধরা যাক কোন দল ২০ ওভারে ১০০ রান সংগ্রহ করার পর ২০ ওভারে রান খরচ করল করল মাত্র ৪০। অর্থাৎ এক্ষেত্রে তাদের ব্যাটিংয়ের সময় রানরেট ছিল ৫ এবং বোলিং করার সময় তারা খরচ করল ২ হারে। তাই তাদের নেট রানরেট দাঁড়াবে +৩.০০। একইসঙ্গে দল কতগুলি উইকেট হারাল অলআউট হল কিনা তাও নেট রান রেটের ক্ষেত্রে একটি বিচার্য বিষয়।