বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, রাজ্যের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর তাঁর সঙ্গে ক্যাবিনেট পদমর্যাদার জোড়া উপদেষ্টা হিসেবে থাকছেন অমিত মিত্র। আর এই বিষয়ের সঙ্গেই পাক যোগ খুঁজে বের করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা ভোটে লড়াই করেননি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিকে আবার তাঁর মেয়াদ কালও শেষ। কিন্তু ‘ভরসা’র অমিতকে ছাড়তে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী। তাই শেষ পর্যন্ত ঠিক হয়, রাজ্যের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ক্যাবিনেট পদমর্যাদার জোড়া উপদেষ্টা হিসেবে থাকছেন অমিত মিত্র। আর এই দফতরের প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
Eerie coincidence or seeking inspiration?
WB emulates Pakistan by appointing Amit Mitra as adviser to CM days after Shaukat Tarin, formerly Finance Minister of Pak was appointed as adviser to the Pak PM.
Both were Finance Ministers with Constitutional tenures coming to an end !!!— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 9, 2021
নবান্ন কর্তৃক এমনটা ঘোষণা হওয়ার পরই, এই বিষয়ের সঙ্গে পাকিস্তান (pakistan) সরকারের নেওয়া সিদ্ধান্তের মিল খুঁজে পেলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ট্যুইটে রাজ্যকে আক্রমণ করে তিনি লেখেন, ‘একেবারেই কাকতলীয় নাকি অনুপ্রেরণা নিচ্ছে? পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী শওকত তারিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করার কিছুদিনের মধ্যেই বাংলায় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল অমিত মিত্রকে। এক্ষেত্রে দুজনেই অর্থমন্ত্রী ছিলেন এবং তাঁদের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল’।
প্রসঙ্গত, চলতি বছর ১৭ ই এপ্রিল অর্থমন্ত্রী হওয়ার পরও ৬ মাসের মধ্যে জয়ী না হওয়ায়, গত ১৬ ই অক্টোবর মেয়াদ শেষ হয়ে যায় পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী শওকতের। কিন্তু তাঁকে সরিয়ে না দিয়ে উপদেষ্টা হিসেবেই রেখে দেয় ইমরান সরকার। আর এই বিষয়েই সঙ্গেই সম্প্রতি সময়ে রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের মিল খুঁজে পেলেন শুভেন্দু অধিকারী।