বাংলাহান্ট ডেস্ক: একটা জীর্ণ, ভগ্নপ্রায় পুরনো বাড়ি। মাথার উপরে ছাদ বলতে ওটাই ছিল পান্তি পিসির। ঘাটালের তৃণমূল সাংসদ দেব (dev) প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন বাড়ি বানিয়ে দেবেন তিনি পান্তি পিসিকে। কিন্তু সে বাড়ি এখনো পেলেন না তিনি। মাথার উপরে ছাদ হারিয়ে স্কুল বাড়িতে রাত কাটাচ্ছেন একাকী বিধবা।
পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত দাসপুরের সোনামুই গ্রামের বাসিন্দা পান্তি পিসি। তাঁর ভাল নাম শিখা চক্রবর্তী। তবে স্থানীয়দের মুখে পান্তি পিসি নামটাই বেশি চলে। একা ভাঙাচোরা একটি বাড়িতে থাকতেন বিধবা মহিলা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেহাল অবস্থা দেখে মন কেঁদে উঠেছিল দেবের। কথা দিয়েছিলেন, নতুন বাড়ি বানিয়ে দেবেন তিনি পান্তি পিসিকে।
সাংসদ নিজে আসতে পারেননি। নিজের প্রতিনিধি হিসেবে রামপদ মান্নাকে পাঠিয়েছিলেন পান্তি পিসির কাছে। মহিলাকে জানানো হয়, দেব তাঁর নতুন বাড়ি তৈরির সমস্ত টাকা দেবেন। পুরনো বাড়ি ভাঙা পড়ে। নতুন বাড়ি তৈরিও শুরু হয়। কিন্তু সে বাড়ির ইঁট অর্ধেক মতো গেঁথে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। জানা গিয়েছে, অর্থাভাবে বন্ধ পড়ে রয়েছে কাজ।
কয়েক মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। সামনেই শীতকাল আসছে। বাধ্য হয়ে স্থানীয় স্কুলবাড়িতেই রাত কাটাচ্ছেন পান্তি পিসি। কবে আবার কাজ শুরু হবে সে বিষয়ে কোনো ধারনা নেই তাঁর। দেবের প্রতিনিধি রামপদ মান্না জানান, কিছু সমস্যা হওয়ায় কাজ বন্ধ করতে হয়েছিল। খুব শীঘ্রই আবার কাজ শুরু হবে।
আশা হারাননি পান্তি পিসিও। তাঁর বক্তব্য, দেব জানতে পারলে নিশ্চয়ই আবার তাঁর নতুন বাড়ির কাজ শুরু হবে? খবর কি পৌঁছেছে সাংসদ অভিনেতার কাছে? জানা নেই। দেব আপাতত সময় কাটাচ্ছেন প্যারিসে। শোনা যাচ্ছে, ২৮ অক্টোবর আইসল্যান্ডের উদ্দেশে পাড়ি দিয়েছেন দেব রুক্মিনী। দুজনে একসঙ্গে ছবি শেয়ার না করলেও তাঁদের ছবির লোকেশন দেখে স্পষ্ট একসঙ্গেই রয়েছেন তাঁরা।
https://www.instagram.com/p/CWEQhCyMPzx/?utm_medium=copy_link
বড়দিনেই মুক্তি পাওয়ার কথা দেব রুক্মিনীর আগামী ছবি ‘কিশমিশ’। নিজেদের অংশের শুটিং টুকু মোটামুটি শেষ করেই ঘুরতে গিয়েছেন তাঁরা। আইলস্যান্ড ঘুরে এখন প্যারিসে রয়েছেন দেব রুক্মিনী।