আরও একটি বড় ঝটকা খেলেন বিরাট কোহলি, এবার পিছিয়ে পড়লেন কেএল রাহুলের থেকেও

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলির নেতৃত্বে এবার বিশ্বকাপে সেরকম ভাল প্রদর্শন করতে পারেনি ভারত। ২০০৭ সালের পর এই প্রথম বার কোন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে ভারতীয় দল। যার জেরে এই মুহূর্তে প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। বিশ্বের অন্যতম খ্যাতনামা ব্যাটসম্যান বিরাট কোহলি আইসিসি র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে গিয়ে নেমে এসেছেন অষ্টম স্থানে। এই মুহূর্তে তার সংগ্রহে রয়েছে ৬৯৮ পয়েন্ট। এবারের বিশ্বকাপে একটিই মাত্র হাফসেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। নামিবিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়েরও সুযোগ আসেনি তার। আর সেই কারণেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে এই চূড়ান্ত পতন।

বিশ্বকাপে ব্যাটসম্যানদের ফর্ম অনুযায়ী এই মুহূর্তে আইসিসি তালিকাতেও বড় রদবদল ঘটেছে। দীর্ঘদিন ধরে ধরে রাখা নিজের প্রথম স্থান হারিয়ে ফেলেছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মালান। এখন তাকে পেরিয়ে প্রথম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপের দুর্দান্ত ফর্মের দৌলতে এখন বাবরের সংগ্রহে রয়েছে ৮৩৯ পয়েন্ট। যদিও ভারতের জন্য সুখবর হল নামিবিয়ার বিরুদ্ধে অপরাজিত অর্ধশত রান করে এই তালিকায় সেরা পাঁচে পৌঁছে গিয়েছেন কে এল রাহুল। পঞ্চম স্থানে থাকা রাহুলের এই মুহূর্তে সংগ্রহ ৭২৭ পয়েন্ট।

তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন সাউথ আফ্রিকার মার্ক্রাম এবং অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। একইসঙ্গে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। সপ্তম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কনওয়ে। নবম এবং দশম স্থান দখল করেছেন ইংল্যান্ডের জস বাটলার এবং সাউথ আফ্রিকার ভ্যান ডার ডুসাণ।

https://twitter.com/ICC/status/1458344964761468934?t=aw-CghUzZElUHNihzdttwQ&s=19

বোলারদের তালিকায় দুঃখজনকভাবে স্থান পাননি একজন ভারতীয় বোলারও। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন শ্রীলংকার হাসারাঙ্গা, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছেন সাউথ আফ্রিকার সামসি এবং ইংল্যান্ডের রশিদ। চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দুই স্পিনার হলেন আফগানিস্তানের রশিদ খান এবং অজি স্পিনার অ্যাডাম জাম্পা। এক্ষেত্রে তালিকার ষষ্ঠ স্থান দখল করেছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছেন সাউথ আফ্রিকার নকিয়া এবং অস্ট্রেলিয়ার হেজেলউড। নিউজিল্যান্ডের টিম সাউদি এবং ইংল্যান্ডের ক্রিস জর্ডান দখল করেছেন নবম এবং দশম স্থান। অলরাউন্ডারের তালিকা এই প্রথমবার সাকিব-আল-হাসানকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। এক্ষেত্রেও কোন ভারতীয় তালিকায় স্থান পাননি।

 

Abhirup Das

সম্পর্কিত খবর