দিন আনা দিন খাওয়া মানুষের অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, খবর ছড়াতেই হুলস্থূল কাণ্ড

বাংলা হান্ট ডেস্কঃ সর্বসাকূল্যে যে অ্যাকাউন্টে জমা মাত্র ৫ হাজার টাকা, সেই অ্যাকাউন্টেই ঢুকল কিনা ১০ কোটি টাকা! টাকা জমার ম্যাসেজ দেখে ভিরমি খাওয়ার আগেই, গ্রাহকের ফোনে আরও একটি ম্যাসেজ এল ‘বন্ধ করে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট’। অবাক হওয়ার বদলে, ভয়ে হাত পা পেটের ভেতর ঢুকে গেল অ্যাকাউন্ট হোল্ডারের।

এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকায়র বাসিন্দা শান্তনু মন্ডলের সঙ্গে। জানা গিয়েছে, ৬ ই নভেম্বর ওই যুবকের ফোনে ম্যাসেজ আসে তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা জমা পড়েছে। এই ম্যাসেজ দেখতেই আকাশ থেকে পড়ে ওই যুবক। নুন আনতে যার পান্তা ফুরোয়, তাঁর অ্যাকাউন্টেই এত টাকা কে পাঠাল?

bkbbbv

এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পক্ষ থেকে শান্তনু মন্ডলের ফোনে এল আরও একটি ম্যাসেজ। সেই ম্যাসেজে লেখা ছিল, আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই ম্যাসেজ পেয়ে রীতিমত মাথায় হাত ওই যুবকের। তড়িঘড়ি ছুটলেন ব্যাঙ্কে। গিয়ে নিজের সঞ্চিত ৫ হাজার টাকা তোলার চেষ্টা করলেন।

bsbcb

টাকা তুলতে না পারায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করায়, তাঁরা শান্তনুকে জানান তাঁর অ্যাকাউন্ট সিল করা আছে। কিন্তু কেন কি কারণে তাঁর অ্যাকাউন্ট সিল করা হয়েছে, সেবিষয়ে কিছু জানায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ঘটনায় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানান শান্তনু। তবে এই বিষয়ে দামোদরপুর এসবিআই (State Bank of India) ব্যাঙ্কের ম্যানেজার অভিষেক টুডু জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করছেন তাঁরা।

Smita Hari

সম্পর্কিত খবর