‘কোটি কোটি টাকা আর্থিক গরমিল রয়েছে GTA-র’, মুখ্যমন্ত্রী এবং অমিত মিত্রের কাছে জবাব চাইলেন রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্কঃ মাঝে কিছুদিন বিরাম গেলেও, ফের সংঘাত লেগে গেল রাজ্য- রাজ্যপালের। জিটিএ-র CAG অডিট নিয়ে সরাসরি অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র (amit mitra) ও মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

শুধুমাত্র তোপ দাগাই নয়, সেইসঙ্গে নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই বিষয়ে ট্যুইটও করলেন রাজ্যপাল। ট্যুইটারে অমিত মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে রাজ্যপাল লেখেন, ‘একাধিক অভিযোগ এসেছে জিটিএ (GTA) নিয়ে। উন্নয়নমূলক কোন কাজ তো হয়ইনি, উলটে আর্থিক অনিয়ম হয়েছে। সিএজি (CAG) দিয়ে জিটিএ’র (GTA) অডিট করাব এবার’।

https://twitter.com/jdhankhar1/status/1460507263852892167?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460507263852892167%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fgovernor-jagdeep-dhankhar-tweeted-on-gta-cag-audit-complaining-against-mamata-banerjee-and-amit-mitra-as-there-is-corruption-in-gta-456733.html

তিনি আরও লেখেন, ‘অভিযোগ এসেছে কোটি কোটি টাকা আর্থিক গরমিলের। সেই কারণেই দুর্নীতিমুক্ত হওয়া উচিত ক্যাগ অডিট। কেন বিগত ১০ বছর ধরে জিটিএ-তে ক্যাগ অডিট করা হয়নি, এর জবাব দিতে হবে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে’।

পাহাড়ে জিটিএ নির্বাচন ইস্যুতে কিছুদিন আগেই কার্শিয়াঙে প্রশাসনিক বৈঠকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘নতুন ভোটার তালিকা পেয়ে গেলেই, পাহাড়ে জিটিএ নির্বাচন করা হবে। পাহাড়ে উন্নয়নের স্বার্থে এই জিটিএ নির্বাচন হওয়ার প্রয়োজন। জিটিএ নির্বাচনের কাজে লেগে থাকতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া, বিরোধ ভুলে গিয়ে একসঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ করব আমরা। আর এই কাজের দায়িত্ব এমন কাউকে দিতে হবে, যিনি সর্বদা কাজে থাকতে পারবনে। সেই কারণে দার্জিলিঙের জেলাশাসককে এই দায়িত্ব দেওয়া হল’।

Smita Hari

সম্পর্কিত খবর