শতাব্দীর শেষ এবং দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ, ভুলেও করবেন না এই কাজগুলি

বাংলাহান্ট ডেস্কঃ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হতে চলেছে আজ অর্থাৎ শুক্রবার। এই সময় চাঁদের  ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই আংশিক গ্রহণের সময় সবথেকে ভালোভাবে সাক্ষী থাকতে পারবে উত্তর আমেরিকা। তবে নিরাশ হবে না ভারতবাসীও।

সূত্রের খবর, ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে চলবে এই গ্রহণ। ২০০১ থেকে ২১০০- এই একশো বছরে দৃশ্যমান ২২৮ টি চন্দ্রগ্রহণের মধ্যে এটিই হতে চলেছে সবথেকে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। যার ফলে মাসে কখনও দুবার কিংবা তিনবার করেও এই দৃশ্য দেখা যেতে পারে। এই সময় প্রায় রক্তের মতো লাল হয়ে যাবে চাঁদের রং, যাকে ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ বলা হয়।

A total solar eclipse is seen in Baihata about 35 kilometers 22 miles west of Gauhati

এই গ্রহণ দেখা যাবে ভারতীয় সময় দুপুর ১.৩০ টা নাগাদ। যার ফলে দিনের আলোতে চন্দ্রগ্রহণ খুব একটা ভালো ভাবে দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে অসম ও অরুণাচল প্রদেশ থেকে অল্প সময়ের জন্য হলেও, কিছুটা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই সময় কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। জেনে নিন-

গ্রহণের সময় খাওয়া-দাওয়া করা, ঘুমানো, নখ কাটা উচিৎ নয়। গ্রহণ ছেড়ে গেলে ওই কাপড়েই গঙ্গা স্নান সেরে খাবার খাওয়া উচিৎ। এই সময় আচার, মোরব্বা, দুধ, দই জাতীয় খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। বিশেষত এই সময় গর্ভবতী মহিলাদের কিছু খাওয়া কিংবা সবজি কাটা উচিৎ নয়। আবার, বয়স্ক এবং বাচ্চাদেরও বাইরে বেরনো উচিৎ নয়।

এই সময় কিছু রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হয়। যেমন-

কন্যা রাশিঃ এই সময় অর্থ সংক্রান্ত কোন লেনদেন করা ঠিক নয় এবং বাবা মায়ের সঙ্গে বুঝে শুনে কথা বলুন।

বৃশ্চিক রাশিঃ কোন ঝামেলায় অজান্তেই যুক্ত হতে পারেন। সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনেও। এই সময় অর্থ সংক্রান্ত কোন লেনদেন করা ঠিক নয়।

তুলা রাশিঃ পুরনো অসুখ নিয়ে সমস্যা হওয়ার আগে নিজের দিকে খেয়াল দিন।

Smita Hari

সম্পর্কিত খবর