আচমকাই একাধিক পদ থেকে পদত্যাগ তৃণমূল বিধায়কের, জল্পনা বাড়তেই খুললেন মুখ

বাংলাহান্ট ডেস্কঃ ‘দলের কাজ সামলে, এতগুলো কমিটি সামলানো সম্ভব হচ্ছিল না’- এমন মন্তব্য করে বিধানসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটি থেকে পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক (partha bhowmik)। এই বিষয়ে রাজনৈতিক মহলে কিছুটা জলঘোলা শুরু হলেও, তাতে আমল দিতে নারাজ সবুজ বিধায়ক।

নৈহাটির বিধায়ক হওয়ায় পাশাপাশি দমদম ও ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। সেইসঙ্গে আবার ছিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) সদস্য এবং শিল্প বিষয়ক কমিটির চেয়ারম্যানও। কিন্তু বর্তমানে বিধানসভার শিল্প বিষয়ক কমিটির চেয়ারম্যান পদ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি।

Partha Bhoumick 1632413183027 1637252169280

রাতারাতি এমন সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে নানারকম প্রশ্ন ওঠায় বিধায়ক বলেন, এই ঘটনার পেছনে কোন কারণ খোঁজা একেবারেই অর্থহীন হবে। কারণ, বিধানসভার একাধিক কমিটির সদস্য, একাধিক কমিটির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি নবগঠিত বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতিত্ব- সব একসঙ্গে সামলানো অসম্ভব হয়ে যাচ্ছিল বিধায়কের পক্ষে। তাই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

সূত্রের খবর, উপনির্বাচনে জয়ী হওয়া ৭ জন বিধায়কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাদে বাকি ৫ জন যারা বিধানসভায় এসেছেন, তাঁদের কমিটিতে ঢোকানো প্রয়োজন। তাই ধারণা করা হচ্ছে, পার্থবাবু যেহেতু একাহাতে অনেক দায়িত্ব সামলাচ্ছিলেন, তাই এবার তা ভাগ করে দেওয়ার সময় হয়েছে। আর সেই কারণেই, তিনি বিধানসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটি থেকে পদত্যাগ করেন। কিন্তু বিধায়ক কারণ ব্যাখ্যা করলেও, জল্পনা কল্পনা যেন কিছুতেই থামতে চাইছে না।

Smita Hari

সম্পর্কিত খবর