‘আমাদের জন‍্য দোয়া করবেন’, নতুন শুরুর আগে আবেদন নুসরত-যশের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যেমনটা কথা ছিল ঠিক তেমনটাই হল। নতুন জীবন তো ইতিমধ‍্যেই শুরু করে ফেলেছেন নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্ত (yash dasgupta)। টলিপাড়ার এই নতুন জুটিকে নিজেদের কাজে লাগানোর জন‍্য উঠেপড়ে লেগেছিলেন বহু পরিচালক প্রযোজকই। কিন্তু ‘যশরত’ সাড়া দিয়েছেন শুধুমাত্র এনা সাহার ডাকে। এনার প্রযোজিত ছবি দিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রেম। আর তাই এনার সঙ্গেই নতুন ছবির কাজ শুরু করলেন নুসরত যশ‍।

ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। তপন সিংহের ছবি ‘আতঙ্ক’ এর জনপ্রিয় সংলাপ ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’কেই নতুন ছবির নাম হিসেবে ব‍্যবহার করছেন পরিচালক শিলাদিত‍্য মৌলিক। বৃহস্পতিবার হল ছবির শুভ মহরৎ। নুসরত, যশের সঙ্গে দেখা মিলল পরিচালক শিলাদিত‍্য ও প্রযোজক এনারও।


গুঞ্জন শুরু হয়েছিল যখন যশ ও এনার পিছু ধরে নুসরতও পাড়ি দিয়েছিলেন কাশ্মীরে। উদ্দেশ‍্য ছিল ছোটখাট হানিমুন এব‌ং আগামী ছবির একটি গানের শুটিং সারা। তবে তখনো নাম ঠিক হয়েছিল না। কলকাতায় ফিরে আলোচনা করেই বাকি ঠিক করা হবে বলে জানা গিয়েছিল‌। সেই মতো বৃহস্পতিবার ছবির আনুষ্ঠানিক ঘোষনা হল। হিসেব মতো ‘বিয়ে’র পর এটাই যশ নুসরত জুটির প্রথম ছবি।

https://www.instagram.com/p/CWbNg6FBwbV/?utm_medium=copy_link

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতির চিত্র উঠে আসবে ছবির গল্পে। প্রিয় ছাত্রর হত‍্যার সাক্ষী হন এক মাস্টারমশাই। যে খুনি সেও তাঁরই এক ছাত্র এবং তাঁর মেয়ের প্রেমিকও বটে। এখনো ছবির অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীর নাম জানানো হয়নি।

https://www.instagram.com/p/CWafGjtBu4Z/?utm_medium=copy_link

মহরতের কয়েকটি ছবি শেয়ার করেছেন যশ ও নুসরত‌। এদিন হালকা সবুজ চুড়িদার ও গোলাপি প্রিন্টের ওড়নায় সেজেছিলেন অভিনেত্রী। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে যশ। ছবির ক‍্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমাদের জন‍্য দোয়া করবেন’। এদিন মহরৎ শেষে সংবাদ মাধ‍্যমকে এড়িয়ে যশের হাত ধরে বেরিয়ে গিয়েছিলেন নুসরত। নিখিল জৈনের বিরুদ্ধে মামলায় হার সম্পর্কে প্রশ্ন এড়াতেই সম্ভবত এমনটা তিনি করেছেন বলে মনে করছেন অনেকেই।

সম্পর্কিত খবর

X