বাংলাহান্ট ডেস্ক: কামাল আর খান (krk) যেন ঠিকই করে নিয়েছেন যে যতই আইনি মামলায় জড়ান না কেন, সলমন খানের (salman khan) পেছনে লাগা বন্ধ করবেন না তিনি। এর আগে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর তুমুল সমালোচনা করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন তিনি। এবার ফের সল্লু মিঞার নতুন মুক্তিপ্রাপ্য ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এর রিভিউ দিয়ে বড় ঝুঁকি নিয়ে বসলেন কেআরকে।
নিজেকে ফিল্ম সমালোচক বলে দাবি করেন কামাল। তবে ছবি বিষয়ক কথাবার্তা ছাড়াও বাকি সমস্ত বিষয়গুলিতেই বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। সলমনের নতুন ছবি নিয়ে কী বক্তব্য রাখলেন তিনি? অভিনয় থেকে শুরু করে গান, পরিচালনা মায় অ্যাকশন দৃশ্য পর্যন্ত সবের খুঁত ধরেছেন কেআরকে।
তাঁর দাবি, আশি নব্বইয়ের দশকের ছবির মতো হয়েছে অন্তিম। এমনকি সংলাপ গুলিরও তেমন দশা। ছবিতে সলমনের একটি সংলাপ রয়েছে, যেখানে তিনি বলছেন যে প্লাস্টিকই শুধু অনেকদিন ধরে চলে। আর কিছুই চলে না। সেই সংলাপের প্রসঙ্গ তুলে কেআরকে বলেন, বাস্তব জীবনেও সলমন প্লাস্টিকের ব্যবহার করছেন। কারণ তাঁর ফোলানো পেশিগুলি সবই প্লাস্টিক।
ছবির গানকে ‘জঘন্য’ বলার পাশাপাশি মহেশ মঞ্জরেকরের পরিচালনারও সমালোচনা করেছেন কেআরকে। অভিনয়ের কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, দুই মুখ্য অভিনেতা হয়তো প্রতিযোগিতা করছিলেন যে কে কত খারাপ অভিনয় করতে পারেন।
শেষে কেআরকে বলেন, “যদি এই ছবি করোনা আক্রান্তকে দেখানো যায় তাহলে করোনা নিজেই তাকে ছেড়ে পালিয়ে যাবে।” সলমনের ছবিকে ‘অত্যাচার’ বলে দাবি করে স্বঘোষিত ফিল্ম সমালোচকের পরামর্শ, নিজের সময় ও টাকা বাঁচাতে হলে এই ছবি হলে গিয়ে না দেখাই ভাল।
উল্লেখ্য, কিছুদিন আগেই ফের একবার কেআরকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সলমন। উত্তরে কামাল বলেছিলেন, আগের মামলার পর থেকে আর তিনি সলমনের না কোনো ছবি বা গানের রিভিউ করেছেন আর না তাঁর ব্যাপারে কোনো টুইট করেছেন। তাও ফের তাঁর বিরুদ্ধে মামলা করলেন সলমন। কেআরকের দাবি ছিল, সলমন সারাক্ষণ তাঁকে মিস করেন আর খুব ভালবাসেন।