তিন্নি দিদির ধরাছোঁয়ার বাইরে পাহাড়ে জমছে সৌগুনের প্রেম, উৎফুল্ল ‘খড়কুটো’ দর্শকেরা

বাংলাহান্ট ডেস্ক: আগে থেকেই ঠিক হয়েছিল গোটা মুখার্জি পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়া হবে। এমনকি ‘কিপটে’ জ‍্যাঠাইও রাজি হয়ে গিয়েছিলেন ঘুরতে যেতে। ব‍্যস, গুনগুন (gungun ) সৌজন‍্যকে (soujonno) আর পায় কে! ব‍্যাগপত্তর গুছিয়ে সোজা পাহাড়। ‘খড়কুটো’য় (khorkuto) এখন ছুটি আর পিকনিকের আমেজ।

খড়কুটোর গোটা টিম মিলে যাওয়া হয়েছে কালিম্পংয়ে। পাহাড়ে চুটিয়ে মজা করছেন গুনগুন, সৌজন‍্য, পটকা, মিষ্টি, ঋজু, রূপাঞ্জন, চিনিরা। শুক্রবারই কালিম্পং পৌঁছেছেন খড়কুটোর গোটা টিম। সেদিন নো কাজ, শুধু ঘোরাঘুরি। শনিবার থেকেই কাজ শুরু হয়েছে। তবে তা চলছে পিকনিকের মেজাজে।

maxresdefault 2 19
পাহাড়ি আঁকেবাঁকে ঘুরে ঘুরে শুটিং চলছে খড়কুটোর। তিন্নি দিদির ষড়যন্ত্র থেকে অনেক দূরে প্রেম জমছে সৌগুনের। ইতিমধ‍্যেই ছবি, ভিডিও শেয়ার করা শুরু করে দিয়েছেন গুনগুন ওরফে তৃণা সাহা। সেখানেও চমক! সৌজন‍্য ওরফে কৌশিক রায় ও পটকা ওরফে অম্বরীশ ভট্টাচার্যকে পাকড়াও করে ছবি তুলিয়েছেন।

সংবাদ মাধ‍্যমকে তৃণা জানান, পর্দার সৌজন‍্যকে দিয়ে ছবি তোলানো নাকি খুব কঠিন। তবে খড়কুটোয় ছুটির মেজাজ চলছে। সবার মন খুশি খুশি। তাই কৌশিকও আর বেশি না করেননি। তৃণা ও অম্বরীশ জোর করতেই হাসি মুখে দাঁড়িয়ে পড়েছেন ক‍্যামেরার লেন্সের সামনে। তৃণা আরো জানিয়েছেন, এটা শুধুই শুরু। মোট সাত দিনের রুটিন রয়েছে পাহাড়ে। আরো অনেক ছবি আসবে অনুরাগীদের জন‍্য।

https://www.instagram.com/p/CWxQ-NThcO8/?utm_medium=copy_link

পাহাড়ে গিয়ে সবারই মন ভাল হয়ে গিয়েছে। হইহই করে শুটিং চলছে। প‍্যাক আপ এর পরেও মজা। সবার সঙ্গে হোটেলে কারো একটা ঘরে বসে আড্ডা চলছে। অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যোগ দিচ্ছেন কলাকুশলীরাও। গল্প চলছে মাঝরাত পর্যন্ত। তারপর ভোরের দিকে একটু ঘুমিয়েই আবার পরদিন শুটিং। নতুন নতুন পর্ব পেয়ে খড়কুটোর দর্শকরাও যে খুশি হবেন তা বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর