সফর শেষের মুখে, আজই শেষ সিজনের দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে ‘মানি হায়েস্ট’এর

বাংলাহান্ট ডেস্ক: ওয়েব সিরিজের দুনিয়ায় অত‍্যন্ত জনপ্রিয় নাম ‘মানি হায়েস্ট’ (money heist)। স্প‍্যানিশ ওয়েব সিরিজের গল্পে মজেছিল গোটা দুনিয়া। বিশেষত ভারতে মানি হায়েস্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল আর এখনো আছে। তবে মানি হায়েস্ট প্রেমীদের জন‍্য রয়েছে একটা খারাপ খবর। আজই শেষ হয়ে যেতে চলেছে এই ওয়েব সিরিজ। ৩ রা ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজের পঞ্চম সিজনের দ্বিতীয় ভাগ। ভারতে আজ দুপুর দেড়টা থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ।

শেষ সিজনকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এক একটি ভাগে ছিল পাঁচটি করে এপিসোড। প্রথম ভাগের পাঁচটি এপিসোড দেখা গিয়েছে সেপ্টেম্বরে। আর বছরের শেষ মাসে প্রিমিয়ার হতে চলেছে দ্বিতীয় ভাগের পাঁচটি এপিসোড। সব মিলিয়ে মানি হায়েস্ট অনুরাগীদের উত্তেজনা আকাশ ছোঁয়া।

money heist 0
গত সিজনে সিরিজের জনপ্রিয় চরিত্র টোকিওর মৃত‍্যু  দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। টোকিও কি আদৌ মৃত? তবে বলা ভাল একটা নয়, অনেকগুলি প্রশ্নই ভিড় করে রয়েছে দর্শকদের মনে। শেষ সিজনেই সেগুলির উত্তর মিলবে বলে আশাবাদী সকলে। টোকিও, নাইরোবির মৃত‍্যুর পর মানি হায়েস্ট টিমের বাকিরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

https://youtu.be/uwsmkWh0S5Y

লকডাউনের সময়ে গৃহবন্দি মানুষ সিনেমা, ওয়েব সিরিজের মতো বিনোদনেই মন ভাল রাখার রসদ খুঁজেছিল। অনেক সিরিজই জনপ্রিয় হয়েছিল সে সময়ে। তবে মানি হায়েস্ট এর মতো বিশ্বজোড়া উন্মাদনা হয়তো অন‍্য কোনো সিরিজকে নিয়েই হয়নি। ‘বেলা চাও’ এর সুরে মেতেছে তারকা থেকে আমজনতা।

তবে প্রথম থেকেই কিন্তু সিরিজটি নিয়ে এত মাতামাতি হয়নি। পরে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতেই তুঙ্গে ওঠে এই সিরিজের জনপ্রিয়তা। জনপ্রিয়তার শীর্ষে উঠেছে প্রফেসর, টোকিও, নাইরোবি, বারলিনের মতো চরিত্ররা। লকডাউনের সময়ে বাইরের দেশে তো বটেই, ভারতেও ঘরবন্দি মানুষকে বেলা চাও এর সঙ্গে সুর মেলাতে দেখা গিয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর