৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, পরিবারকে প্রাণে মারার হুমকি! অভিযুক্ত TMC নেতা ও তাঁর ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ মালদহের গাজোলে ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক নাবালকের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এও অভিযোগ উঠেছে যে, নির্যাতিতার পরিবারকে অভিযোগ প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তের পরিবারের তরফ থেকে। অভিযোগ না তুললে তাঁদের প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় শাসক দলের এক কর্মীকে কাঠগড়ায় তোলা হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মালদহের গাজোলের ভক্তিপুরেবাস করে নির্যাতিতা পরিবার। ওই গ্রামের এক নাবালকের বিরুদ্ধে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার পরিবার এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে জুভেনাইল হোমে পাঠানো হয়।

অভিযোগ উঠেছে যে, এরপর থেকেই নির্যাতিতার পরিবারকে হুমকি দিয়ে আসছে অভিযুক্তদের পরিবার। নির্যাতিতার বাবা জানিয়েছেন যে, অভিযুক্ত নাবালকের বাবা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। নির্যাতিতার বাবা জানান, অভিযুক্ত নাবালকের বাবা বল্টু রায় স্থানীয় তৃণমূল কর্মী। আর এই কারণেই শাসকের ক্ষমতা দেখাচ্ছে সে।

নির্যাতিতার বাবা অভিযোগ করে বলেছেন যে, তাঁদের বাড়ি থেকে বের হলেই মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। নির্যাতিতার বাবা জানান, গ্রামের একটি সার্বজনীন নলকূপ থেকে তাঁরা জল নিতেন। এখন সেখান থেকে জল নিতে দেওয়া হচ্ছে না তাঁদের। কার্যত গৃহবন্দি অবস্থায় থাকতে হচ্ছে নির্যাতিতার পরিবারকে।

ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। অন্যদিকে দলের নেতার এমন কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসও। দলের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে, তাঁরা এমন কোনও কাজকে প্রশ্রয় দেবে না। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Koushik Dutta

সম্পর্কিত খবর