বাংলাহান্ট ডেস্কঃ জাতীয় স্বরে শক্তি বাড়ানোর স্বপ্নে বিভোর তৃণমূল (tmc) শিবির। লক্ষ্য ২০২৪ সালে দিল্লীর মসনদ জয়। সেই মর্মেই এগোছে বাংলার সবুজ শিবির। তবে এবার ত্রিপুরা, গোয়া, মেঘালয়ের পর হরিয়ানায় (haryana) নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে বদ্ধ পরিকর মমতা বাহিনী।
গোটা দেশে সবুজ আভা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবার হরিয়ানাতে প্রথমবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল শিবির। রাজ্যসভার সাংসদ তথা হরিয়ানায় দলের পর্যবেক্ষক সুখেন্দুশেখর রায়ের হাত ধরেই খুলে গেল এই দলীয় কার্যালয়ের দরজা। সেইসঙ্গে এদিন এই দলীয় কার্যালয়ের উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন হরিয়ানায় তৃণমূলের প্রধান মুখ তথা প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার সহ তৃণমূলের স্থানীয় নেতারাও।
এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন দল থেকে অন্তত পক্ষে ৫০০ জন কর্মী যোগ দিয়েছিলেন তৃণমূলে। ভবিষ্যতে আরও কর্মীরা তৃণমূলে যোগ দেবেন বলেও জানান তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। বিষয়টা হল, অশোক তানওয়ার খুবই পরিচিত মুখ হরিয়ানায়। যার ফলে তাঁর দেখাদেখি অনেকেই এবার তৃণমূলের খাতায় নাম লেখাতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, হরিয়ানার গুরুগ্রামের এই পার্টি অফিসটিই বর্তমানে সেখানে তৃণমূলের সদর দফতর হিসাবে ব্যবহৃত হবে। এরপর ধীরে ধীরে রাজ্যের ২২ জেলাতেই একটি করে পার্টি অফিস খুলবে তৃণমূল, এমনটা জানা গিয়েছে। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই একাগ্র চিত্তে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল শিবির। লক্ষ্য একটাই, দিল্লীর সিংহাসন দখল। এদিন এই দলীয় কার্যালয় উদ্বোধনে সকল কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।