‘অপরিচিত’ কাউকে প্রচারে নেওয়া যাবে না, নয়া ফর্মান জারি করল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে কলকাতা পুরনির্বাচন। বলতে গেলে দরজায় কড়া নাড়ছে নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই একে একে প্রার্থী তালিকা থেকে শুরু করে, তারকা প্রচারক, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ফেলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো। ময়দানে নেমে প্রচারও চলছে জোড়কদমে।

তবে এরই মধ্যে এক নতুন ফর্মান জারি করল তৃণমূল (tmc)। গত ২৬ শে নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। সেখানে দেখা গিয়েছে ৮৯ জন বিদায়ী কো-অর্ডিনেটরকে এবং সেইসঙ্গে নতুন প্রার্থী ৫৫ জনকে টিকিট দিয়েছিল তৃণমূল শিবির। কিন্তু সবুজ শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপরিচিত’ কাউকে প্রচারে নেওয়া যাবে না।

IMG 20210920 090746

স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় ‘অপরিচিত’ কাউকে প্রচারে নেওয়া যাবে না। তৃণমূল সূত্রে খবর, দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে কদিন আগেই বৈঠক করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আর সেখানে জমা পড়া লিখিত অভিযোগের মধ্যে একটি অভিযোগ এমন জমা পড়ে, যেখানে বলা হয় দলের মধ্যেই এমন কিছু মানুষ আছেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে। আর যাদের কারণেই দলের বদনাম হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এরপরই এমন ফর্মান জারি করে তৃণমূল শিবির। আবার শোনা গিয়েছে, কিছু মানুষ প্রচারের কিছু ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করে সেটার ফায়দা তুলছেন এবং এর রিপোর্টও জমা পড়েছে দলের রাজ্য সভাপতির কাছে। তাই আসন্ন নির্বাচনে যাতে কোন অপরিচিত ব্যক্তিদের জন্য প্রার্থীরা সমস্যায় না পড়েন, সেই কারণেই ধারণা করা হচ্ছে এমন ফর্মান জারি করেছে তৃণমূল শিবির।


Smita Hari

সম্পর্কিত খবর