বাংলাহান্ট ডেস্কঃ করাচি বাঁচাও তেহরিক-র ব্যানারে পাকিস্তানে (pakistan) রবিবারের পিপলস ক্লাইমেট মার্চের অন্যতম সংগঠক, একজন ট্রান্সজেন্ডারকে অপহরণ ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের করাচিতে শ্রমিক-শ্রেণীর বসতি এবং বাজার ধ্বংস রোধ করার জন্য প্রচারণার সক্রিয় সংগঠক একজন পাকিস্তানি ট্রান্সজেন্ডার। অনুষ্ঠানের একদিন আগে তাঁকে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
এই বিষয়ে করাচি বাঁচাও তেহরিক-র ব্যানারে পিপলস ক্লাইমেট মার্চের আয়োজকরা রবিবার এক বিবৃতি জারি করে বলেন, এই পদযাত্রার বিষয়ে জানতে পেরে কিছু মানুষ মার্চের একজন সংগঠককে অপহরণ করে এবং তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন।
ট্যুইটে লেখা হয়, মিছিলের একদিন আগে সাংগঠনিক সভায় যোগদানের পরে নাজিমাবাদে যখন নিজের বাড়িতে ফিরছিলেন , তখন ওই ট্রান্সজেন্ডার সদস্যের সঙ্গে এই নক্কার জনক ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশও জড়িত রয়েছে বলে জানায় কেবিটি।
এই ঘটনার বিষয়ে জেন্ডার ইন্টারঅ্যাকটিভ অ্যালায়েন্স-র ‘মামলার ব্যবস্থাপক’ শেহজাদি রাই জানান, ওই কর্মী খুব ভয় পেয়েছিলেন এবং তিনি ভয়ে কোন অভিযোগ করতে চাননি।
জানা গিয়েছে, মানবাধিকার মন্ত্রক এই বিষয় নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। অন্যদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের অফিস থেকে ট্যুইটে বলা হয়, ‘এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন শাহ এবং পুলিশ মহাপরিদর্শককে বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে’।