বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে Jio, Airtel, Vi- সকল সংস্থাগুলোই তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে এই দুর্মূল্যের বাজারে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। কিন্তু নিজেদের রিচার্জ প্ল্যানে এখনও সেভাবে পরিবর্তন আনেনি সরকারি টেলিকম BSNL।
আপনারা হয়ত জানেন না, BSNL-এ ২০০ টাকার কম রিচার্জে এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যা অন্যান্য কোন সংস্থায় নেই। যেখানে আপনি ২০০ টাকার কম রিচার্জে পাবেন ১৫০ দিনের বৈধতা।
১৯৭ টাকার রিচার্জ প্ল্যান- এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২ জিবি করে ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, এসএমএস-র সুবিধা পাবেন। আর এক্ষেত্রে বৈধতা থাকছে ১৫০ দিন। তবে প্রথম কিছুদিন এই অফার পাবেন গ্রাহকরা।
ডেটা শেষ হয়ে যাওয়ার পর গতি 40 kbps এ নেমে যাবে। দৈনিক ১০০ জিবি করে ডেটা এবং Zing অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়াও হবে। এই সুবিধা প্রথম ১৮ দিন পাবেন গ্রাহক। সুবিধাগুলো শেষ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীরা ইন্টারনেট এবং কলিং সুবিধাগুলি চালিয়ে যাওয়ার জন্য একটি টপ-আপ প্ল্যান এবং ডেটা ভাউচার বেছে নিতে পারবেন।
অনেক সময় এমন গ্রাহক আছেন, যাদেরকে প্রচুর পরিমাণ কল রিসিভ করতে হয়। কিন্তু তাঁরা নিজেরা কোন ফোন করেন না, তাঁদের ক্ষেত্রে এটি দুর্দান্ত অফার। ১৮০ দিনের বৈধতার সঙ্গে টপ আপ ছাড়াই তাদের BSNL নম্বর ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।