বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৬ শে ডিসেম্বর দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই সিরিজ শুরু হওয়ার ঠিক ৫ দিন আগে বড় ধাক্কা খেয়েছে তারা। দলের গুরুত্বপূর্ণ পেসার অনরিখ নোকিয়া চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে তার ইনজুরির বিষয়ে বিশদ কোনও তথ্য দেয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শুধু বলা হয়েছে তার পুরোনো চোট এখনও অব্যাহত রয়েছে।
ক্রিকেট সাউথ আফ্রিকা টুইট করে জানিয়েছে, অনরিখ নোকিয়া ভারতের বিরুদ্ধে ৩ টেস্ট ম্যাচের সিরিজ থেকে বাদ পড়েছেন। তার বদলি হিসেবে কোনও ক্রিকেটারকে দলে ডাকা হয়নি। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “দুর্ভাগ্যবশত, অনরিখ নোকিয়া টেস্ট ম্যাচে বোলিংয়ের জন্য পুরোপুরি সেরে উঠতে পারেননি এখনও এবং বর্তমানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন, যাতে তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।”
অনরিখ নোকিয়ার অনুপস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়বে। যদিও দলে কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনডিগি আছে কিন্তু তাদের সাথে অনরিখ নোকিয়ার গতি যুক্ত হলে তা নিশ্চিতভাবেই অবশ্যই ভারতীয় ব্যাটারদের সমস্যায় পড়বে। নোকিয়া সম্প্রতি আইপিএল ২০২১-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে এবং রাবাদা-র সাথে তার বোঝাপড়া খুবই ভালো সেটা আইপিএলের মঞ্চেও প্রমাণ হয়েছে। এই কারণে, তিনি আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালস দ্বারা ধরে রাখা ৪ জন খেলোয়াড়ের একজন হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় ফাস্ট বোলারদের বিরুদ্ধে তাদের মাটিতে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এমন পরিস্থিতিতে নোকিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় দল খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এ বছরও টেস্ট ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন নোকিয়া। তিনি ৫ ম্যাচে ২০.৭৬ গড়ে ২৫ টি উইকেট নিয়েছেন। এ বছর টেস্টে প্রতি ৩৭ বলে একটি করে উইকেট নিয়েছেন তিনি। এ বছর দুবার টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন নোকিয়া।