বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে। যার ফলে নেওয়া হল এক বড় পদক্ষেপ। যার মধ্যে এবার জোর দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) উন্নয়নে। যে খাতে বরাদ্দ করা হয়েছে ১ হাজার কোটি টাকা। নারী শক্তিকরণের (Women Empowerment) দিকে আরও একধাপ এগিয়ে গিয়ে মঙ্গলবার সেই অর্থ স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে কেন্দ্র সরকার।
সামনের বছরই চার রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Polls)। গোয়া, মণিপুর, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে নতুন সরকার গঠনের পালা রয়েছে। নিজেদের জায়গা অক্ষুন্ন রাখতে এবং সরকার গঠনের দায়িত্ব হাতে পেতে উঠে পড়ে লেগেছে সকল রাজনৈতিক দলগুলো। অন্যদিকে আবার, সরকার গঠনের ক্ষমতা যাতে হাতছাড়া না হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রয়েছে বিজেপি শিবিরের। লড়াই চলছে জোড়কদমে।
সূত্রের খবর, মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে ট্রান্সফার করা হয়েছে মোট ১.১০ লক্ষ টাকা। অন্যদিকে ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা করে। প্রধানমন্ত্রী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে, মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) উন্নয়নের জন্য বরাদ্দ করা ১ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয় স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডের ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলি বেশ উন্নত হতে পারবে বলে আশা করা যাচ্ছে। সেইসঙ্গে কেন্দ্র আশা করছে, এই পদক্ষেপের ফলে প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন।