বাংলাহান্ট ডেস্ক: আর দুদিন পরেই ঠিক বড়দিনের আগের দিন অর্থাৎ ক্রিসমাস ইভে মুক্তি পেতে চলেছে ‘টনিক’ (tonic)। দেব (dev) ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই উন্মাদনা ছিল। তা আরো বাড়ে ট্রেলার মুক্তির পর। দুই প্রজন্মের দুই অভিনেতার যুগলবন্দি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। ছবিটি নিয়ে উত্তেজনা আরো একটু বাড়ল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (subhashree ganguly) দৌলতে।
না, তিনি এই ছবিতে অভিনয় করেননি। বরং গত বেশ কয়েক বছর ধরে দেবের সঙ্গে আর জুটি বাঁধতে দেখা যায়নি শুভশ্রীকে। যদিও অভিনেতার ছবির প্রচারে অংশ নিতে আপত্তি করেননি তিনি। দেব ও শুভশ্রীর একটি ফ্যানপেজের তরফে ভিডিওটি শেয়ার করা হয়েছে। শুভশ্রীর পরনের রূপোলি গাউন দেখে বোঝা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’ এর ফিনালের শুটিংয়ের ফাঁকেই ভিডিওটি শুট করেছেন তিনি।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘২৪ ডিসেম্বর আসছে ছোট বড় সবার জন্য ‘টনিক’। পরিচালনায় অভিজিৎ সেন, আমার ভীষন প্রিয়। সবাইকে একটাই অনুরোধ, প্রেক্ষাগৃহে ছবিটি দেখবেন।’ ভিডিওতে পরিচালকের নাম নিলেও দেবের নাম শোনা যায়নি শুভশ্রীর মুখে। তবে তাঁর এটুকু উদ্যোগেই খুশি অনুরাগীরা।
এর আগে ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টনিকের প্রচার করতে দেখা গিয়েছিল। ছবির জন্য অভিনেতা ও পরিচালককে শুভেচ্ছা জানান সৌরভ। তখনি দেব বলেন, তাঁর বাড়িতেও সকলে মনে করেন সৌরভ বলা মানেই ছবি হিট হবে। তাঁর নিজের মতেও ছবির প্রচার শুরু বা শেষ ‘দাদাগিরি’ দিয়েই হওয়া উচিত। আর তিনি সেটাই করেন।
https://www.instagram.com/tv/CXv7V53hliG/?utm_medium=copy_link
উত্তরে সৌরভ বলেন, “দেব অনেকগুলো ছবি করে। কিন্তু যেটা স্পেশ্যাল ছবি হয় সেটা দাদাগিরিতে এসে প্রোমোট করে। নাহলে কিন্তু দাদা ওকে ছাড়বে না! কোনো সিজন গ্যাপ রাখা যাবে না। আবার অতি সম্প্রতি বিধায়ক মদন মিত্রের কণ্ঠেও শোনা গিয়েছিল টনিকের প্রশংসা।
ভিডিও বার্তায় তিনি বললেন, ‘এই বড়দিনে আমি একটাই জায়গায় যাব। নো প্যানিক অনলি টনিক। আগামী দশ বছরে বাঙালি এরকম ছবি আর পাবে না। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের অভিনীত ছবি টনিক। ছোট বড় সকলের জন্য টনিক। ২৪ ডিসেম্বর আসছে। যদি সত্যি মনে করতে হয় ও লাভলি, তাহলে দেখতে হবে টনিক।