বজরঙ্গির পর ‘রাউডি রাঠোর’, অক্ষয়ের সিক‍্যুয়েল ছবি আসার গুঞ্জনে শিলমোহ‍র

বাংলাহান্ট ডেস্ক: আগামীতে বলিউডে সিক‍্যুয়েল (sequel) ছবির যে জোয়ার আসতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহই রইল না। অতি সম্প্রতি সলমন খান ‘বজরঙ্গি ভাইজান’ এর সিক‍্যুয়েলের ঘোষনা করেছেন। ছবির চিত্রনাট‍্য লিখবেন ‘বাহুবলী’ পরিচালক এস এস রাজামৌলির বাবা তথা জনপ্রিয় চিত্রনাট‍্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। এবার তিনিই জানালেন আরো একটি বলিউড ছবির সিক‍্যুয়েল লিখছেন তিনি।

ছবিটি হল অক্ষয় কুমারের (akshay kumar) ‘রাউডি রাঠোর’ (rowdy rathore) এর সিক‍্যুয়েল। তিনি জানিয়েছেন, পরিচালক সঞ্জয় লীলা বনশালি নাকি তাঁকে এই ছবির জন‍্য চিত্রনাট‍্য লেখার অনুরোধ করেন। আপাতত ওই চিত্রনাট‍্য লেখার কাজটাই দ্রুত শেষ করার ইচ্ছা বিজয়েন্দ্রপ্রসাদের। উল্লেখ‍্য, যে তেলুগু ছবি থেকে রাউডি রাঠোর অর্থাৎ হিন্দি সংষ্করণটি তৈরি হয়েছে সেই আসল ছবির চিত্রনাট‍্যও লিখেছিলেন তিনিই।

22372
সিক‍্যুয়েল ছবিতেও নায়ক নায়িকা অক্ষয় এবং সোনাক্ষী। প্রথম ছবির মতো এই ছবিতেও তাঁদের চরিত্রের নাম একই থাকবে। প্রথম অংশ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় অংশ। ২০২২ এর শেষের দিকে শুরু হতে পারে ছবির শুটিং। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি অক্ষয়।

সম্প্রতি ‘আর আর আর’ ছবির প্রাক মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন। ওই অনুষ্ঠানেই ভাইজান বলেন, রাজামৌলির বাবা তাঁকে তাঁর কেরিয়ারের সেরা ছবিটি উপহার দিয়েছেন। বজরঙ্গি ভাইজানের চিত্রনাট‍্যও লিখেছিলেন বিজয়েন্দ্রপ্রসাদ। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন কবীর খান। সলমন ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। ৯০ কোটি টাকা বাজেটের ছবিটি সারা বিশ্বে প্রায় ৯২২ কোটি টাকা কামিয়েছিল।

ছবিতে ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। ছোটবেলায় এক দুর্ঘটনায় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে পাকিস্তানের মুন্নি। মায়ের সঙ্গে ভারতে এসে হারিয়ে যায় সে। ছোট্ট মুন্নিকে খুঁজে পায় বজরঙ্গি ওরফে সলমন। তখন থেকে শুরু হয় মুন্নিকে বাড়ি ফেরানোর লড়াই।

ভারত থেকে পাক মুলুকে যাওয়ার সংগ্রাম আর তারপর মুন্নির বাবা মাকে খোঁজার গল্পই উঠে এসেছিল ছবিতে। সলমনের পাশাপাশি ছোট্ট হর্ষালির অভিনয়ও চোখে জল এনে দিয়েছিল দর্শকদের। তুমুল হিট হয়েছিল ছবিটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর