বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছরকে স্বাগত জানাতে তাপমাত্রার পারদও কিছুটা নেমে গিয়েছে। নতুন বছর শুরু হতেই বেশ একটা ঠান্ডার আমেজ বিরাজ করতে সর্বত্র। ভোরবেলায় বেশ কুয়াশামাখা সকাল উপহার পেয়েছে বঙ্গবাসী। তবে তাপমাত্রার পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (weather office)।
মাঝে দুদিন হালকা বৃষ্টির পর কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার রাজ্যে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া, দেখাতে শুরু করেছে দাপটও। বৃহস্পতিবার রাত থেকেই কিছুটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। সেই প্রভাব শুক্রবার সকাল থেকেও দেখা যাচ্ছে। এবার ধীরে ধীরে স্বাভাবিকের থেকেও তাপমাত্রার পারদ কিছুটা নীচে নামতে চলেছে। বঙ্গবাসী পেতে পারে হাড় কাঁপানো শীতের অনুভূতি।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 25° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 16° C |
আদ্রতা | 86% |
বাতাস | 16 km/h |
মেঘে ঢাকা | 63% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।