বাংলা হান্ট ডেস্ক: একটা সুন্দর বাড়ি তৈরি করে আনন্দের সাথে জীবন কাটানোর স্বপ্ন সকলেই দেখেন। পাশাপাশি, বাড়িতে সুখ-শান্তি যাতে ভালো ভাবে বজায় থাকে সেদিকেও লক্ষ রাখেন সকলে। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে টাকার অভাবে আর্থিক দিক থেকে মন্দা কিংবা কলহ, ঝামেলা ইত্যাদি বিভিন্ন কারণে জর্জরিত হয়ে পড়েন অনেকেই।
এর একটি প্রধান কারণ হতে পারে বাড়ির বাস্তুদোষ। সাধারণত, নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে বাস্তুর কথা মাথায় রেখেই অনেকে বাড়ি তৈরি করেন। কিন্তু পুরোনো বাড়ির ক্ষেত্রেও খুব সহজেই কাটিয়ে ফেলা যায় বাস্তুদোষ। পাশাপাশি, পরিবারে সুখ-সমৃদ্ধি এবং আর্থিক সঙ্গতি ফিরিয়ে আনাও সম্ভব। আর এই সবই করতে পারে ফেং শুই কচ্ছপ! এই কচ্ছপ বাড়িতে থাকলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধা পান বাড়ির সদস্যরা।
ফেং শুই কচ্ছপের একটি অনন্য ক্ষমতা আছে। এই কচ্ছপের মুখে একটি মুদ্রা থাকে। বিশ্বাস করা হয় যে, এটি ইতিবাচকতায় পূর্ণ। পাশাপাশি, এই ইতিবাচক শক্তির কারণে বাড়িতে একটি সুন্দর পরিবেশ বজায় থাকে।
ফেং শুই কচ্ছপ নিয়ে আসার ফলে বাড়িতে, অফিসে, কারখানায়, দোকানে বা ব্যবসার জায়গায় সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যায়। বাড়িতে টাকার অভাবও আসতে আসতে পূরণ হতে থাকে। এমনকি, কেউ মানসিক অবসাদে ভুগলে তাও নির্মূল হয়ে যায়।
ঘরের দক্ষিণমুখী বা পশ্চিমমুখী দিকে ফেং শুই কচ্ছপ রাখলে বাস্তুদোষ দূর হয়ে যায়। ঘরের মাঝখানে নয়টি ফেং শুই কচ্ছপ রাখলে নয়টি গ্রহের সমান শক্তি উৎপন্ন হয়। এটি ঘরের সমস্ত দোষ দূর করে এবং আপনার রাশির সমস্ত গ্রহগুলিকে শুভ করে তোলে।
ভালো ফল পেতে হলে আপনার বাড়ি বা দোকানের মূল ফটকের ভিতরের দিকে মুখ করে একটি কচ্ছপ রাখুন। এতে মানসিক প্রশান্তি আসবে। এমনটা বিশ্বাস করা হয় যে, যে বাড়িতে ফেং শুই কচ্ছপ থাকে, সেখানে কোনো রোগবালাই হয় না। অর্থাৎ বাড়ির সদস্যরা সব সময় সুস্থ থাকেন। আপনি বাড়িতে এবং দোকানে উভয় জায়গায়ই একটি কচ্ছপ রাখতে পারেন।
পাশাপাশি, এই কচ্ছপ পড়াশোনা এবং চাকরিতে সুবিধা দেয়। কেউ যদি অফিসের কাজ পছন্দ না করেন, অথবা চাকরি করেন কিন্তু পদোন্নতি হচ্ছেনা এমতাবস্থায়, আপনার অফিসের টেবিলে একটি কচ্ছপ রাখুন। এতে আপনি অবশ্যই উপকার পাবেন।
এমনকি, যে সমস্ত পড়ুয়া কঠোর পরিশ্রম করেও ভালো নম্বর পায়না, অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন তাদের জন্য, সেই পড়ুয়ারাও পড়ার টেবিলে ফেং শুই কচ্ছপ রাখলে ভালো নম্বর পাবে এবং এর সুফলও পাবে।