বাংলাহান্ট ডেস্কঃ ‘আমার ব্যক্তিগত মতামত, সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত’- এমন মন্তব্য করার পর এবার গোয়ার রাজনৈতিক সফর বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইসঙ্গে জানালেন, এই জানুয়ারি মাসে বাইরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে যোগ দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ খুব বেশি জোরালো না হলেও, তা ছড়াচ্ছে দ্রুত। আর এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার এমনটা ঘোষণা হওয়ার পর, ভোট-মেলা বন্ধ রাখার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৪ তারিখ রয়েছে গোয়ার বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের জন্য বেশকিছু বিধি নিষেধ বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। জোর দেওয়া হয়েছে ভার্চুয়াল প্রচারের দিকে। তবে এসবের মধ্যে শোনা গিয়েছিল ৯ ই জানুয়ারি তিনদিনের জন্য গোয়া সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনদিন থাকার পর ১২ ই জানুয়ারি কলকাতায় ফিরবেন।
গোয়ায় অভিষেকের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনার বাড়বাড়ন্ত দেখে, নিজের গোয়া সফরের পরিকল্পনা বাতিল করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জানুয়ারি মাসে বাইরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে যোগ দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির উন্নতি হলে, তখন সফর নিয়ে পরিকল্পনা করা হবে।
প্রসঙ্গত, বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালতে মামলা চলছে পুর নির্বাচন নিয়ে। আদালতের সেই রায়ের দিকেই তাকিয়ে আছে রাজ্য সরকার থেকে রাজ্য নির্বাচন কমিশন। তবে আমার ব্যক্তিগত মতামত, সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত’।