বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বর্তমান টেস্ট সিরিজ এখন পর্যন্ত ভারতীয় পেসার মহম্মদ শামির পারফরম্যান্স খুবই ভালো। সেঞ্চুরিয়নের মাঠে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ দুই ম্যাচে ১১ উইকেট নিয়েছেন একসময় বাংলার হয়ে খেলা পেসার। ৩১ বছর বয়সী এই ডানহাতি বোলার দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচ এবং সেখানকার পুরোপুরি সদ্ব্যবহার করেছেন।
সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শামি। পঞ্চম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে এই জায়গায় পৌঁছেছেন তিনি। এখন কেপটাউনের নিউল্যান্ডসে তার সামনে আরেকটি কীর্তি গড়ার সুযোগ থাকবে। এই ম্যাচ জিতলে ভারত ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকার মাটিতে। শামির কাছ থেকে অনেক প্রত্যাশা থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে, শামি নিজেও চাইবেন তার দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখতে চান।
শামি যদি ম্যাচে পাঁচ উইকেট নিতে পারেন, তাহলে তিনি কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথের সাথে নিজের নাম জুড়ে ফেলবেন। সামি এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ২০ টি ম্যাচ খেলে ৪৫ টি উইকেট নিয়েছেন যা যেকোনো দলের বিরুদ্ধে তার নিজের সবচেয়ে বেশি উইকেট। এখন শামি যদি শেষ টেস্টে পাঁচ উইকেট নেন, তাহলে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৫০ উইকেট নেওয়া দ্বিতীয় পেসার এবং পঞ্চম ভারতীয় বোলার হবেন।
এই লিস্টে রয়েছেন বেশ কিছু তারকা ভারতীয় ক্রিকেটারও। এই তালিকার শীর্ষ চারে রয়েছেন অনিল কুম্বলে (৮৪), জাভাগাল শ্রীনাথ (৬৪), হরভজন সিং (৬০) এবং রবিচন্দ্রন অশ্বিন (৫৬)। শামির স্ট্রাইক রেট এই মুহূর্তে ৪০.৫, যা এই দশকে যেকোনো বোলারের সর্বোচ্চ। সকলেই ভরসা করছেন যে শেষ ম্যাচে এই রেকর্ড গড়তে শামির কোনও সমস্যা হবে না।