বক্স অফিস আল্লু-ময়, ‘পুষ্পা’র পর মুক্তির অপেক্ষায় অভিনেতার ছয় ছয়টি ছবি

বাংলাহান্ট ডেস্ক: বছর কয়েক আগে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’। প্রভাসের ক‍্যারিশ্মায় মজেছিল গোটা দেশের দর্শক। আল্লু অর্জুনের (allu arjun) ‘পুষ্পা: দ‍্য রাইজ’ ফিরিয়ে দিয়েছে সেই স্মৃতি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বলিউডের দর্শকরাও মুগ্ধ হয়ে গিয়েছেন পুষ্পারাজের জলবা দেখে। বলিউডের প্রথম সারির তারকাদের ছাপিয়ে গিয়েছেন আল্লু।

পুষ্পার পর আরো কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের। সেই তালিকায় সবার উপরে রয়েছে ‘পুষ্পা’র দ্বিতীয় অংশ, নাম ‘পুষ্পা: দ‍্য রুল’। পুষ্পা সিরিজের যে ছবিটি মুক্তি পেয়েছে সেটি আসলে প্রথম অংশ। এরপর আসবে ছবির সিক‍্যুয়েল, যেখানে অনেক রহস‍্যের সমাধান হবে। প্রকাশ‍্যে আসবে গল্পের বাকি অংশও।

pushpa trailer teaser 1200
‘পুষ্পা ২’ ছবির পর ‘আইকন’ ছবির শুটিং শুরু করতে পারেন আল্লু। ভেনু শ্রীরামের পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে ও কৃতি শেট্টিকে। তারপর অভিনেতা ব‍্যাপতি শ্রীনুর সঙ্গে আরেকটি ছবির আলোচনাও শুরু করে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিচালক প্রশান্ত নীল ও মুরুগাদোসের সঙ্গেও ছবি করতে চলেছেন আল্লু।

প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পুষ্পা: দ‍্য রাইজ। তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষাতেও ডাবিং করা হয়েছিল এই ছবির। মুক্তির দেড় মাস পরেও ছবিটি নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি। এই প্রথম আল্লু অর্জুনের কোনো ছবির হিন্দি সংষ্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পেল। আর প্রথম ছবিতেই ম‍্যাজিক দেখালেন তিনি। অত‍্যন্ত জনপ্রিয় ছবি বাহুবলীর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে পুষ্পা।

সূত্রের খবর বলছে, এটাই প্রথম ছবি যা মুক্তির প্রথম দিনে মাত্র ৩ কোটি টাকার ব‍্যবসা করেও আজ ১০০ কোটি টাকার মাইলফলক পার করেছে। উল্লেখ‍্য, ইতিমধ‍্যেই কিন্তু OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পেয়েছে পুষ্পা। তা সত্ত্বেও দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। এর আগে পরিচালক এস এস রাজামৌলির বাহুবলী ছবিটি প্রথম দিনে ৫ কোটি টাকার ব‍্যবসা করে মোট ১১৭ কোটি টাকার ব‍্যবসা করেছিল। কিন্তু পুষ্পা সেই রেকর্ডটাও ভেঙে দিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর