সুইমসুটের সঙ্গে হাতে শাঁখা পলা, সমুদ্র সৈকতে উষ্ণতা বাড়ালেন বঙ্গ ললনা মৌনি

বাংলাহান্ট ডেস্ক: প্রেম দিবসের আগেই নেটদুনিয়ায় আগুন ধরালেন মৌনি রায় (Mouni Roy)। সদ‍্য বিয়ে সেরেছেন বাঙালি অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে গোয়ায় মালয়ালি ও বাঙালি রীতিতে সাত পাক ঘুরেছেন তিনি। বিয়ে সেরেই হানিমুনে কাশ্মীর ঘুরতে চলে গিয়েছিলেন মৌনি। এবার সকলকে চমকে দিয়ে সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ হট ছবি শেয়ার করলেন তিনি।

গোলাপি ও সবুজ প্রিন্টের ব‍্যাকলেস সুইম সুটে পোজ দিয়েছেন মৌনি। হাত ভরা গাঢ় মেহেন্দি, বিশেষ করে নজর কেড়েছে তাঁর শাঁখা পলা ও সোনা বাঁধানো লোহা। কমেন্ট বক্সে মৌনির প্রিয় বান্ধবী আশকা গোরাডিয়ার মন্তব‍্য থেকে জানা যাচ্ছে, ছবিগুলি তোলা হয়েছে মৌনি সূরজের বিয়ের ঠিক পরের দিন গোয়াতে।

mouni roy wedding confirmation main
কাশ্মীরে মধুচন্দ্রিমা থেকেও একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন মৌনি। বরফের মাঝে জ‍্যাকেট পরে ছবি শেয়ার করার পাশাপাশি বিলাসবহুল হোটেলে পুলের ধারে কালো মনোকিনিতে তাঁর ছবি ঝড় তুলেছিল সোশ‍্যাল মিডিয়ায়। প্রতিটি ছবিই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

https://www.instagram.com/p/CZ3_ETYNLod/?utm_medium=copy_link

প্রসঙ্গত, বরের বাড়ির নিয়ম মেনেই প্রথমে মালয়ালি রীতিতে বিয়ে হয় সূরজ মৌনির। লাল ও সোনালি পাড়ের সাদা শাড়িতে সেজেছিলেন মৌনি। সঙ্গে ট্রাডিশনাল দক্ষিণ ভারতীয় গয়না, খোঁপায় গজরা লাগিয়েছিলেন অভিনেত্রী। পাশে সূরজকে দেখা গেল ঘিয়ে কুর্তা ও সাদা ধুতিতে।

বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রথম ছবিতে মৌনির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যাচ্ছে সূরজকে। মালাবদল, মঙ্গলসূত্র পরানোর ছবিও শেয়ার করেছেন মৌনি। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে ওকে খুঁজে পেলাম। হাতে হাত ধরে, পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে আমরা বিয়ে করে নিলাম! সবার ভালবাসা ও আশীর্বাদ চাই।’

Niranjana Nag

সম্পর্কিত খবর