বাংলাহান্ট ডেস্ক: ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) ‘কাঁচা বাদাম’এ (Kacha Badam) মজে গোটা বিশ্ব। দেশের গণ্ডি ছাড়িয়ে তানজানিয়া, দক্ষিণ কোরিয়া, মার্কিন মুলুকে ঘুরে বেড়াচ্ছে বীরভূমের দুবরাজপুরের মানুষটার গাওয়া গান। সমবেত ভাবে কোমর দোলাচ্ছে আট থেকে আশি। দুদিন আগে ‘দাদাগিরি’তেও এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলে গেলেন ভুবন। কিন্তু শহরের অভিজাত রেস্তোরাঁয় তাঁর পারফরম্যান্স দেখে বিরক্ত একদল ‘উচ্চবিত্ত’।
সম্প্রতি শহরের অভিজাত পাব কাম রেস্তোরাঁ ‘সামপ্লেস এলস’এ (Someplace Else) অনুষ্ঠিত হয়েছিল ‘কাঁচা বাদাম নাইট’। নাম শুনেই বুঝতে পারছেন, এদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণই ছিলেন ভুবন বাদ্যকর। যে ভাইরাল গানের তালে কোমর দুলিয়ে রিল বানানো হয়েছে, সেই গানের স্রষ্টাকে চাক্ষুষ করার লোভ সামলাতে পারেননি তারকারাও।
কিন্তু ক্ষূব্ধ কিছু ‘এলিট’ শহরবাসী। কেন? কারণ সামপ্লেস এলসের সঙ্গে ভুবনের ‘ক্লাস’টা ঠিক খাপ খায় না। বীরভূমের গ্রাম্য পথে ঘুরে ঘুরে বাদাম বেচতেন একজন। ভাগ্যের ফেরে তিনি আজ ভাইরাল হয়েই গিয়েছেন। নিজেকে ‘সেলিব্রিটি’ বলেও দাবি করেন সরল মানুষটা। তাই বলে তাঁকে কিনা সটান মঞ্চে গান গাওয়ার অনুমতি দিয়ে দিল পাব কর্তৃপক্ষ! এতেই ‘এলিট’ সত্ত্বায় ছ্যাঁকা লেগেছে অনেকের।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। তাদের মতে, নিজের ‘ক্লাস’ নামিয়ে এনেছে সামপ্লেস এলস। কয়েকজন তো আবার নাক সিঁটকে প্রশ্নও করেছেন, ব্যবসা কি একেবারেই হচ্ছে না রেস্তোরাঁর? যদিও রিলস বানানোর সময়ে ‘কাঁচা বাদাম’ স্রষ্টার তথাকথিত ‘ক্লাস’ কেউ দেখেনি। তবে এখন এত শোরগোল কেন?
পাব কর্তৃপক্ষের তরফে অবশ্য সটান জনিয়ে দেওয়া হয়েছে, এই রেস্তোরাঁ শহর কলকাতা, তার মানুষজন, গান ও সংষ্কৃতির প্রতি ভালবাসার জন্য পরিচিত। বহু শিল্পী উপহার দিয়েছে এই মঞ্চ। সঙ্গীত কোনো ধর্ম, জাত পাতে আটকে থাকে না। সঙ্গীত সর্বজনীন। ভুবন বাদ্যকরকে তাঁর অনুরাগীদের মাঝে আনতে পেরে সামপ্লেস এলস গর্বিত। এই মানুষটা সারল্যই সারা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছে।