বাংলাহান্ট ডেস্ক: বড় ধাক্কা পেয়েছেন রিয়েলিটি শো অনুরাগীরা। সঞ্চালনা থেকে অবসর নেওয়ার কথা ঘোষনা করে দিয়েছেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। বিগত ১৫ বছর ধরে বিভিন্ন রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসাবে দেখা গিয়েছে উদিত নারায়ণ পুত্রকে। একটা দুটো নয়, বহু নাচ গানের রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন আদিত্য।
তবে আর নয়। তিনি ঘোষনা করে দিয়েছেন, এটাই শেষ বছর। আগামী বছর থেকে তিনি আর সঞ্চালক আদিত্য নারায়ণ নন। নস্টালজিয়ার অবসানে মন খারাপ অনেকেরই। কিন্তু আচমকা এমন সিদ্ধান্তের কারণ কী? বাবা হওয়ার পরেই সঞ্চালনা ছাড়ছেন কেন আদিত্য?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন উদিত পুত্র। সেখানেই একজন এই প্রশ্নটি রেখেছিলেন। উত্তরে আদিত্য জানান, সদ্যোজাত মেয়ে ত্বিষা, স্ত্রী শ্বেতা ও পরিবারের জন্য বেশি সময় দিতে চান তিনি। আগে সঞ্চালনার কাজটা থেকে যে উত্তেজনা পেতেন সেটা এখন আর তিনি পান না। এখন নিজের গান, নাচ এবং শরীরচর্চার উপরে আরো বেশি করে মনোযোগ দিতে চান তিনি।
https://www.instagram.com/p/CazDHXxvMru/?utm_medium=copy_link
আদিত্য আরো বলেন, ‘আমি কেরিয়ারের শীর্ষে রয়েছি। গত চার বছরে সবকটি চ্যানেলে সবকটি গানের রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছি। এটাই সেরা সময় ছেড়ে দেওয়ার। চ্যানেলগুলো আমাকে এখন যা পারিশ্রমিক দেয় তার থেকে বেশি দেবে না। শুধু প্রথম সারির তারকা ও প্রযোজকরা বেশি টাকা পায়।’
আদিত্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী এপ্রিল থেকে ‘সুপার সিঙ্গার’ এর নতুন সিজন শুরু হচ্ছে। সেটাতে সঞ্চালনা করবেন তিনি। তারপর ইন্ডিয়ান আইডল ২০২২ তাঁর শেষ রিয়েলিটি শো হতে চলেছে। ২০২৩ থেকে নতুন সফর শুরু করবেন আদিত্য। এখনো পর্যন্ত সারেগামাপা, ইন্ডিয়ান আইডল, এক্স ফ্যাক্টর ইন্ডিয়া, এন্টারটেনমেন্ট কি রাত, রাইজিং স্টার ৩, কিচেন চ্যাম্পিয়নের মতো ১২ টি শোয়ের সঞ্চালনা করেছেন তিনি।