বাংলাহান্ট ডেস্ক: বারে বারে ব্যর্থ হচ্ছে ‘মিঠাই’ (Mithai)। একটানা সেরার শিরোপা ধরে রাখার পর সেই যে একবার হাতছাড়া হয়েছে, আর ধারেকাছেও ঘেঁষতে পারছে না সিড মিঠাই। জি বাংলার এই সিরিয়ালের থেকে বাস্তবিকই দর্শকদের প্রত্যাশা অনেক। কিন্তু গত কয়েক সপ্তাহে যেন তাল কেটে গিয়েছে মোদক পরিবারের। ফলাফলটা স্পষ্ট টিআরপিতেও।
চলতি সপ্তাহে আরো কমে গিয়েছে ‘মিঠাই’ এর নম্বর। মাত্র ৮.৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে সে। হ্যাঁ, এ সপ্তাহে সেরা তিনেও জায়গা হয়নি মোদক পরিবারের বৌমার। মিঠাইয়ের জন্মদিনের হুল্লোড়, সিডের রোম্যান্স, তোর্সার ষড়যন্ত্র কোনোটাই কাজে লাগেনি মোদক পরিবারের। সেরার স্থান থেকে এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে গেল মিঠাই।
প্রথম স্থানে বলা বাহুল্য, এবারেও রয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। এই নিয়ে একটানা পাঁচ সপ্তাহ ধরে সেরার শিরোপা ধরে রাখল খড়ি ঋদ্ধিমানের জুটি। দ্যুতি রাহুলের মুখোশ খুলে দেওয়ার উত্তেজনা, খড়ি ঋদ্ধির কাছাকাছি আসার রোমাঞ্চ দর্শকদের চ্যানেল ঘোরানোর সুযোগই দিচ্ছে না।
এ সপ্তাহে আরো নম্বর বাড়িয়ে ১০.৩ টিআরপি তুলে নিয়েছে এই সিরিয়াল। দ্বিতীয় স্থানে এবারে বড় চমক দেখা গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে নীচের দিকে থাকা ‘ধুলোকণা’ এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। লালন ফুলঝুড়ি একত্রে ৯.৩ পয়েন্ট তুলে নিয়েছে। তার ঠিক পরেই তৃতীয় স্থানে ৯.১ নম্বর নিয়ে রয়েছে ‘আলতা ফড়িং’। ‘মন ফাগুন’ এ সপ্তাহেও সেরা পাঁচে জায়গা করতে ব্যর্থ হয়েছে।
জি বাংলার নতুন সিরিয়াল ‘গৌরী এলো’ প্রথম সপ্তাহেই সেরা দশে জায়গা করে নিয়েছে। ৭.৯ নম্বর নিয়ে সপ্তম স্থানে রয়েছে এই সিরিয়াল। একই রেটিং নিয়ে জায়গা ভাগ করেছে আরেকটি নতুন সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ও। উমা, পিলু যথাক্রমে নবম ও দশম স্থানে।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ১০.৩ (প্রথম)
ধুলোকণা- ৯.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৯.১ (তৃতীয়)
মিঠাই- ৮.৬ (চতুর্থ)
আয় তবে সহচরী- ৮.৩ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া, মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গৌরী এলো- ৭.৯ (সপ্তম)
খুকুমণি হোম ডেলিভারি- ৭.৫ (অষ্টম)
উমা- ৭.২ (নবম)
পিলু- ৬.৯ (দশম)