নিজেদের প্রাণ বাঁচাতে সাপের পিঠেই চড়ে বসল ইন্দুর, ব্যাং, ভাইরাল ভিডিও দেখে হাঁ নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ভাইরাল হয়ে নেটমাধ্যমে! যা দেখতে রীতিমত ভিড় লেগে যায় নেটপাড়ায়। মজাদার ভিডিওই হোক কিংবা পশুপাখির ভিডিও, নতুন কোনো “কন্টেন্ট” নেটমাধ্যমে এলেই তা পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। তবে, পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পছন্দ করেন সকলেই।তাদের অদ্ভুত সব আচরণ কখনও কখনও অবাকও করে দেয় নেটিজেনদের। এমনকি, অত্যন্ত দুর্লভ এই ভিডিওগুলি রেকর্ড না হলে নিজের চোখকেই বিশ্বাস করা কার্যত কঠিন হয়ে পড়ত। ঠিক সেইরকমই এক ভিডিও বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আমরা সকলেই কমবেশি সাপেদের ভয় পাই। পাশাপাশি, এই সরীসৃপকে এড়িয়ে চলতেই ভালোবাসেন সকলে।

তবে, সাপেদের কথা মাথায় এলেই বিষধর সাপের প্রসঙ্গ উঠে এলেও জেনে অবাক হবেন যে সর্পকুলের অধিকাংশ সাপই হয় নির্বিষ। তবুও, এই প্রাণী সবাইকে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। যদিও, বর্তমানে অনেকেই বাড়িতে সাপ পোষ্য হিসেবেও রাখলেও অনেকের কাছেই এটা আবার কল্পনাতীত ব্যাপার।এদিকে, সাপ সাধারণত ইঁদুর, ব্যাঙ-পোকামাকড় ও ছোট পাখিকেই শিকার হিসেবে গ্রহণ করে থাকে। অর্থাৎ, স্বাভাবিকভাবেই, ব্যাঙ ও ইঁদুরের সঙ্গে সাপের খাদ্য ও খাদকের সম্পর্ক বিরাজ করে। কিন্তু, বর্তমানে এমন একটি ভিডিও সামনে এসেছে যাতে এই চিরসত্যও রীতিমত প্রশ্নের মুখে পড়েছে। আর যা দেখে আকাশ থেকে পড়েছেন সকলে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, জীবন বাঁচাতে সাপের পিঠে চড়ে বসেছে ব্যাঙ ও ইঁদুর। এমনকি, সেখানে একটি গুবরে পোকাকেও দেখা যায়। বিপর্যয় থেকে বাঁচতে খাদ্য-খাদকের এই বিরল এবং অদ্ভুত সহাবস্থানই অবাক করেছে সবাইকে। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, প্রবল ঝড় ও বর্ষায় জল ভরা একটি কন্টেনারে আটকে পড়ে একটি সাপ, ইঁদুর ও ব্যাঙ। যেখানে জলের হাত থেকে বাঁচতে সাপের পিঠেই সওয়ার হয়েছে তারা।

অথচ ওই অবস্থাতেই এক্কেবারে সামনে থেকে শিকারকে পেলেও সেদিকে ভ্রূক্ষেপ না করে জলে ভাসতে ভাসতে খাদ্যের চেয়ে সবার প্রাণ বাঁচানোই মূল লক্ষ্য উঠেছে সাপটির কাছে। এদিকে, এই ভিডিও শেয়ার করে জানানো হয়েছে, এক ব্যক্তি পরে ওই সাপ, ব্যাঙ ও ইঁদুরকে উদ্ধার করেন। ফলে সেগুলি প্রাণে রক্ষা পেয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by UNILAD (@unilad)


যদিও, এহেন ভিডিও নেটমাধ্যমে আসার পরই অবাক হওয়ার পাশাপাশি আবেগেও ভেসেছেন নেটিজেনরা। বিপর্যয়ে পড়লে সমস্ত শত্রুতা যে ঘুঁচে যেতে পারে সেটাই মনে করছেন সকলে। ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত প্রায় ৮৫ হাজার জন ভিডিওটি লাইক করেছেন। পাশাপাশি, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর