বাংলা হান্ট ডেস্কঃ পশুপাখি এবং অন্যান্য বিভিন্ন প্রাণীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও বিভিন্ন সময় ভাইরাল হতে থাকে। মানুষ সেখানে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়। আজ আপনাদেরকে দেখাবো এমনই এক ভিডিও যা দেখে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। তবে কি এমন রয়েছে ভিডিওটিতে?
সোশ্যাল মিডিয়ায় পাখিদের নিয়ে বিভিন্ন সময়ে একাধিক ভিডিও জনপ্রিয় হয়ে ওঠে। সেখানে প্রত্যেকেরই মনে এক আকর্ষণীয়তা তৈরি হয়। ‘kanay lal’ নামক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা একটি ভিডিও ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকটি পাখি মিলে বাস্কেটবল খেলতে ব্যস্ত! হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রথমে বিশ্বাস না হলেও ভিডিওটি গিয়ে দেখলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। বাস্কেট বল খেলছে পাখির দল। এবং খেলার জন্য তাদের প্যাশন দেখলে আরো অবাক হবেন আপনি।
ছোট্ট একটি বলের ন্যায় জিনিসকে নিয়ে কয়েকটি পাখির খেলা আপনাদের চোখে পড়বে। এখানে আপনারা দেখতে পাবেন, বাস্কেটবলে যেমন বল জালে জড়ানোর জন্য প্লেয়াররা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে ঠিক তেমনি ভাবে পাখিগুলো একে অপরের মুখ থেকে বল ছিনিয়ে নিয়ে জালে জড়ানোর চেষ্টা করছে। আর এটি দেখে মুগ্ধ সকল পাখি প্রেমীরা। ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে এবং একাধিক মানুষ লাইক এবং কমেন্ট করে তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে।