বাংলাহান্ট ডেস্ক: উদ্ভট পোশাক পছন্দের কারণে প্রায়ই চর্চায় উঠে আসে উরফি জাভেদের (Urfi Javed) নাম। বিগ বস OTT র এই প্রাক্তন প্রতিযোগী নিজেই নিজের আলাদা একটা জনপ্রিয়তা তৈরি করেছেন। তবে প্রশংসার থেকে বেশি ট্রোলই হন তিনি। যদিও উরফির সাহসের প্রশংসা না করে পারা যায় না। চূড়ান্ত খোলামেলা পোশাকও দারুন সাবলীল ভাবে ক্যারি করতে পারেন তিনি। সম্প্রতি এক কাস্টিং ডিরেক্টরের মুখোশ খুলে দিয়েও বাহবা পেয়েছিলেন উরফি।
তবে এবার তিনি নিজেই বিপদে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছবির শুটিং নিয়ে উরফিকে গ্রেফতার করতে যাচ্ছে পুলিস। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, অফিসে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে ছবি নিয়ে আলোচনা করছেন উরফি। তাঁকে জানানো হয় যে ছবিটির নাম ‘টাইটানিক’ এবং গোটা শুটিংটাই খুব গোপনে করা হবে।
এরপর আরেকজন ব্যক্তির সঙ্গে উরফি যখন অডিশন দিচ্ছেন তখনি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে আসে পুলিস। অপর ব্যক্তিটি সে সময়ে প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। কাণ্ড দেখে পুলিসের সন্দেহ হয় সেখানে কিছু ভুলভাল কাজকর্ম চলছে। বিপদের উপরে বিপদ। কাস্টিং ডিরেক্টরকে চেপে ধরতেই তিনি দাবি করেন, উরফিই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন অ্যাডাল্ট ফিল্ম শুট করার জন্য।
https://www.instagram.com/tv/CaT5wx4Nzd3/?utm_medium=copy_link
কাস্টিং ডিরেক্টরের কথা শুনে তো উরফির চোখ কপালে। তিনি তো বুঝেই উঠতে পারছেন না এটা কীভাবে সম্ভব হল? তাঁর যখন দিশেহারা অবস্থা তখনি উরফিকে আশ্বস্ত করে জানানো হয় যে, এটা আসলে একটা প্র্যাঙ্ক। শুনে যেন ধড়ে প্রাণ আসে তাঁর। ভিডিওতে উরফি স্বীকার করেন যে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ভেবেছিলেন তাঁর কেরিয়ারটাই এবার শেষ হয়ে যাবে। নেটিজেনরা অবশ্য হেসে লুটোপুটি খাচ্ছেন উরফির অবস্থা দেখে। আবার অনেকের দাবি, এত বাজে অভিনয় দেখেই বোঝা যাচ্ছে যে পুরোটাই পূর্ব পরিকল্পিত।