‘মিনি’কে সামলাতে গিয়ে নাজেহাল মিমি, বোনঝির ‘মা’ হয়ে উঠতে পারবেন অভিনেত্রী?

বাংলাহান্ট ডেস্ক: মাসি বোনঝির সম্পর্কের গল্প সাহিত‍্যে পাওয়া গিয়েছে। মায়ের কড়া শাসন নয়, কিন্তু মাসির সঙ্গে বোনঝির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্প হিট হতেই দেখা গিয়েছে বরাবর। এবার আরো একবার সেই গল্পকেই ছবিতে রূপ দিলেন পরিচালক মৈনাক ভৌমিক। প্রকাশ‍্যে এল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আয়না ভট্টাচার্য অভিনীত ‘মিনি’র (Mini) ট্রেলার।

নাম থেকেই বোঝা যাচ্ছে, গল্পের কেন্দ্রে রয়েছে ছোট্ট মেয়ে মিনি। এই চরিত্রে অভিনয় করেছেন আয়না। ছোট প‍্যাকেট হলেও মিনি কিন্তু বড় ধামাকা! দাম্পত‍্য অশান্তির জোরে অসুস্থ হয়ে পড়ে মিনির মা। ছোট্ট মেয়ের দায়িত্ব এসে পড়ে মাসি তিতলির কাঁধে। কিন্তু তিতলি স্বাধীনচেতা স্বভাবের মেয়ে। সাংসারিক বিষয়, রান্নাবান্না, দায়িত্ব সামলানোতে বড়ই কাঁচা।

IMG 20220409 005857
মিনিকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তিতলির। বাড়তে থাকে রাগারাগি। নিজের প্রিয়জনদের সঙ্গে তো বটেই, বোনঝি মিনির উপরেও মেজাজ দেখিয়ে বসে তিতলি। তবে দু মাস একসঙ্গে থাকতে থাকতেই বন্ধুত্ব গড়ে ওঠে মাসি বোনঝির। মিনির ভালমন্দের খেয়াল রাখার পাশাপাশি নিজের মা, দিদিকেও তিতলি বোঝাবে যে সে দায়িত্বজ্ঞানহীন নয়।

IMG 20220409 005834
মিনির মাসি তিতলির চরিত্রেই রয়েছেন মিমি চক্রবর্তী। তাঁর অনস্ক্রিন মা ও দিদির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মিঠু চক্রবর্তী এবং কমলিকা বন্দ‍্যোপাধ‍্যায়। এছাড়াও দুটি চরিত্রে রয়েছেন সপ্তর্ষি মৌলিক ও রুদ্রজিৎ মুখোপাধ‍্যায়।

শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ হয়েছে মিনির। পর্দার মাসি বোনঝি দুজনেই টুইনিং করে গোলাপি পোশাকে সেজে এসেছিলেন। উপস্থিত ছিলেন পরিচালক মৈনাক ও অভিনেত্রী মিঠু ও প্রযোজক সম্পূর্ণা লাহিড়ীও।

‘ক্রিসক্রস’ ছবিতে অভিনয় করার সময়েই মিনি্য গল্প প্রথম বার শুনেছিলেন মিমি। পরে লকডাউন চলাকালীন মৈনাক ভৌমিকের কাছে ছবির চিত্রনাট‍্য শোনেন তিনি। তখনি রাজি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। উপরন্তু নারীকেন্দ্রিক ছবি টলিউডে খুব কমই হয়েছে। তাই সুযোগ হাতছাড়া করতে চাননি মিমি। প্রসঙ্গত, আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে মিনি।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর