দু দেশের দুই ভাইরাল মানুষ একসঙ্গে, জুটিতে গান রেকর্ড হিরো আলম-ভুবন বাদ‍্যকরের

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের হিরো আলম (Hero Alom) আর ভারতের ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar), দুজনের গানেই নেটদুনিয়া তোলপাড়। প্রথম জন অবশ‍্য ট্রোলই বেশি হন। কিন্তু দুজনের কারোরই জনপ্রিয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করার অবসর নেই। এই দুই ভাইরাল শিল্পী যদি এক জায়গায় হন তবে কেমন হবে?

ঘটনা বাস্তব করে দেখিয়েছেন হিরো আলম। আগেভাগেই সোশ‍্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিয়েছিলেন, এবার ভারতে আসছেন। দমদম বিমানবন্দরে নেমে ঘোষনাও করেছিলেন, দু দুটি চমক দেবেন। শনিবারেই এসে গেল প্রথম চমক।

FB IMG 1649510191609
‘কাঁচা বাদাম’ খ‍্যাত ভুবন বাদ‍্যকরের সঙ্গে গান রেকর্ড করতে দেখা গিয়েছে হিরো আলমকে। জানা গিয়েছে, লেকটাউনের একটি স্টুডিওতে গান রেকর্ড করেছেন দুজনে। গানের নাম ‘হাউ ফানি’, লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অজিত সাহিন। আপাতত গানটা শুধু রেকর্ড হয়েছে। এরপ‍র মিউজিক ভিডিও তৈরি হবে। সেই ভিডিও পরিচালনার দায়িত্বে থাকবেন সালাউদ্দিন গোলদার।

সংবাদ মাধ‍্যমকে হিরো আলম বলেন, অনেকদিন ধরেই কথা চলছিল কলকাতায় এসে গান রেকর্ড করার। অবশেষে তারিখ চূড়ান্ত করে চলেই এলেন। বাংলাদেশি নায়কের কথায়, “দুই বাংলার দুই ভাইরাল শিল্পী একসঙ্গে গান গাইলাম। এবার দুই বাংলায় এই গান ভাইরাল হবে।”

অতি সম্প্রতি হিরো আলমের আইনি জটিলতায় জড়ানোর খবর ভাইরাল হয়েছিল। তারেক আজিজ নিশক নামে এক ব‍্যক্তি অভিযোগ করেন, তাঁর বানানো একটি মিউজিক ভিডিও বিনা অনুমতিতে নিজের ইউটিউব চ‍্যানেলে আপলোড করেছেন হিরো আলম।

hero alam
তাঁকে নিষেধ করেও কোনো লাভ হয়নি। উলটে হিরো আলম ওই ব‍্যক্তির ইউটিউব চ‍্যানেলে স্ট্রাইক দেন। উপরন্তু চ‍্যানেলটি নষ্ট করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। যদিও বিষয়টা অস্বীকার করেছেন হিরো আলম। সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার সুনাম নষ্ট করতে একটি চক্র হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে। আমি কিছু অন‍্যায় করিনি। পুলিস তদন্ত করুক। এর বেশি কিছু বলার নেই আমার।”


Niranjana Nag

সম্পর্কিত খবর