বাংলাহান্ট ডেস্ক : বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচন আজ। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ভোট। সেরকম কোনও অশান্তির খবর নেই কোথাও। তবে বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কেই বাধা দেওয়া হল বুথে ঢুকতে। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সেনার বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন বাবুল।
জানা যাচ্ছে, সকাল থেকেই বালিগঞ্জ এলাকার বুথে বুথে ঘুরছেন বাবুল সুপ্রিয়। কিন্তু এদিন বালিগঞ্জ সাউথ পয়েন্ট স্কুলে ঢুকতে গেলে তাঁকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘আধা সেনা কোথাও কোথাও বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার কোথাও পোলিং এজেন্টদের সঙ্গে চা খাচ্ছে। কিছু বুথে তো আবার মোবাইল ফোন অবধি বাইরে রেখে ভোট দিতে ঢুকতে হচ্ছে ভোটারদের।’ ঠিক কী ঘটেছিল তা জানতে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এই ঝামেলা ছাড়া মোটের উপর সকাল থেকেই বেশ খোশমেজাজে রয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁকে গান গাইতেও শোনা গেল। এদিন সকালে সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে এদিন তুমি গেয়ে ওঠেন, মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গান ‘আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে।’
সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ভোটারদের। এদিন তৃনমুল নেতা বাবুল সুপ্রিয়র দাবি, ‘সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান দিয়ে আজ সবাই বেরোন ভোট দিতে। আমি তাই গান গেয়ে তুমি তুমি করে সবাইকে বেরোতে বলছি। আমি রাজনীতির বাইরেও আছি। তাই না ঝালমুড়ি খেয়েছি। আমি কাজ নিয়ে সকলের সাথে বসতে রাজি আছি। যখন বলবেন লাঞ্চ, ডিনার করব। মনে রাখুন আমি ছিলাম বলেই ইস্ট ওয়েস্ট মেট্রো হল।’
অন্যদিকে আসানসোলে তৃণমূলের হয়ে লড়ছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর উল্টোদিকে বিজেপির হাতিয়ার অগ্নিমিত্রা পাল। গত লোকসভা এবং বিধানসভা দুই নির্বাচনেই আসানসোলে মাটিতে আঁচড় দিতে পারেনি তৃণমূল। তাই এবারও জয় নিয়ে বেশ আশাবাদী বিজেপি। তবে তৃণমূলের দাবি, এবার তাদের দখলে আসবেই আসানসোল।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…