নতুন কনের সাজে ‘কাঁচা বাদাম’ গান, আবার বিয়ে করলেন নাকি রানু মণ্ডল!

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, বিয়ে হয়ে গিয়েছে রানু মণ্ডলের (Ranu )। বাংলাদেশের এক ইউটিউবার রানুকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছিল। এবার প্রকাশ‍্যে বিয়ের সাজে রানুর ভিডিও। বেনারসী, গয়নায় সেজে ‘কাঁচা বাদাম’ গাইছেন তিনি।

লাল টুকটুকে বেনারসী শাড়ি, সোনালি জরির কাজ করা সবুজ ব্লাউজ, গায়ে গয়না, আর কপালে আঁকা চন্দনের কলকা। হঠাৎ দেখলে বোঝা কঠিন যে ইনিই রানু মণ্ডল। সবসময় হয় মলিন নাইটি নয়তো টিশার্ট আর বারমুডা পরে থাকা রানুর সঙ্গে এই রানুর অনেকটাই অমিল কিনা। নতুন করে কনে বউ সেজে দৃশ‍্যতই বেশ খুশি রানু।

IMG 20220414 004340
খুশির ঝলক উঠে এল তাঁর কণ্ঠস্বরেও। গান গেয়ে উঠলেন কনে। ‘বাদাম বাদাম বুবু বাদাম বাদাম’ শোনা গেল রানুর কণ্ঠে। বেশ অঙ্গভঙ্গি করেই গাইলেন তিনি। ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। এই বয়সে এসে আবার কনে সেজেছেন রানু। মেকআপটাও খুব একটা ‘সুন্দর’ বলা যায় না। হাসি পাবে বইকি। তবে যিনি কনে সেজে মনের আনন্দে গান গাইছেন তিনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না ভিউ পাওয়ার কেমন ‘খোরাক’ হচ্ছেন!

হঠাৎ রানুকে কনে সাজানোই বা হল কেন তা স্পষ্ট নয় ভিডিও থেকে। তবে তাঁর বাড়িতে ইউটিউবারদের যাতায়াত তো লেগেই থাকে। সম্ভবত কোনো ভিডিও বানানোর জন‍্যই এই সাজ রানুর। আর সেই সাজে ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল।

https://www.facebook.com/100055905863397/videos/359043979487504/

সম্প্রতি বাংলাদেশের ভাইরাল গায়ক অভিনেতা হিরো আলমের সঙ্গে গান রেকর্ড করেছেন রানু। নিজের ফেসবুক হ‍্যান্ডেলে রানুর সঙ্গে গান রেকর্ড করার কয়েকটি ছবি শেয়ার করেছেন হিরো আলম। লেকটাউনের একটি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গান। নাম, ‘তুমি ছাড়া আমি’। গীতিকার নবজরুল কবির এবং সুরকার এফ এ প্রীতম।

হিরো আলম বলেন, “রানু দিদি সত‍্যিকারের ভাল গায়িকা। তাঁর কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া ছুটে এসেছিলেন। দিদিকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। রানুদির সঙ্গে গাইতে পেরে আমি ধন‍্য। কলকাতায় এসে ভুবন বাদ‍্যকর ও রানু মণ্ডলের সঙ্গে দুটো গান গাইলাম। আশা করি দুটোই ভাইরাল হবে।”

Niranjana Nag

সম্পর্কিত খবর